• পেট্রাপোল বন্দরে বাংলাদেশি গবেষকের ডলার ছিনতাই, গ্রেপ্তার দুষ্কৃতী...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে এসেছিলেন বাংলাদেশি ছাত্র। ফেরার পথে উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপোল বন্দরে তাঁর কাছ থেকে ডলার ছিনতাই করে চম্পট দেয় এক দুষ্কৃতী। মঙ্গলবার পুলিশ তাকে পাকড়াও করেছে। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। 

    পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি ওই গবেষকের নাম অমিত মুখোপাধ্যায়। তিনি শিবাজি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করেছেন। ছাত্র ভিসা নিয়ে তিনি ভারতে এসেছিলেন। পিএইচডি শেষ করে গবেষণা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের নথিপত্র নিয়ে শনিবার তিনি বাড়ি ফিরছিলেন। পেট্রাপোল বন্দরে একটি মুদ্রা বিনিময় কেন্দ্রে অমিতবাবু ডলার ভাঙাতে যাচ্ছিলেন। সেখান এক দুষ্কৃতী তাঁর হাত থেকে ৩০০ ডলার কেড়ে নিয়ে চম্পট দেয়। অমিতবাবু পেট্রাপোল থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সকালে পুলিশ অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতর নাম আপন মণ্ডল। তার বাড়ি পেট্রাপোল বন্দর এলাকাতেই। 

    বনগাঁ মহকুমা আদালতের সরকারি কৌঁসুলি সমীর দাস বলেন, 'অমিত দাস নামে এক বাংলাদেশি গবেষক ছাত্র ভিসা নিয়ে ভারতে এসেছিলেন। তিনি শিবাজি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করে দেশে ফিরছিলেন। পেট্রাপোল বন্দরে বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্রের সামনে থেকে এক দুষ্কৃতী তাঁর ডলার ছিন্তাই করে পালিয়ে যায়। পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। বিচারক ধৃতকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।'
  • Link to this news (আজকাল)