• ঠান্ডায় ধরে রাখা যাচ্ছে না কলম, পরীক্ষাকেন্দ্রে লাগানো হল রুম হিটার
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাড়হিম করা ঠান্ডায় দার্জিলিংয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য করা হল হিটারের ব্যবস্থা। সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। কলকাতায় যেখানে লোকে শীতের জামাকাপড় ধীরে ধীরে তুলে রাখতে শুরু করেছেন, সেখানে দার্জিলিংয়ে বর্তমান তাপমাত্রা ৫-৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে ঠান্ডায় কাবু পরীক্ষার্থীরাও। পরীক্ষার্থীদের স্বস্তি দিতে পরীক্ষা কেন্দ্রে লাগানো হল রুম হিটার। 

    পরীক্ষার্থীদের সুবিধার্থে দার্জিলিংয়ের যে সমস্ত উঁচু এলাকায় পরীক্ষাকেন্দ্র হয়েছে সেখানে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে যাতে ঠান্ডার জন্য তাদের পরীক্ষা দিতে অসুবিধা না হয়। সোমবার প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষায় সুখিয়া পোখরি হাইস্কুল ও মানেভঞ্জন হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে রুম হিটারের ব্যবস্থা করা হয়েছিল। 

    তবে মঙ্গলবার ফের তাপমাত্রা আগের থেকে কমে যাওয়ায় পাহাড়ের প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে হিটারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যেকটি রুমে আলাদা আলাদা রুম হিটারের ব্যবস্থা যেমন করা হয়েছে, তেমনই ঠান্ডায় ছাত্র-ছাত্রীদের শারীরিক অবস্থার অবনতি যাতে না হয় সেই দিকেও বিশেষ নজরদারি চালানো হয়েছে।

    এর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও তৎপর হয়েছে প্রশাসন। কার্শিয়াং ডিভিশনের জঙ্গল ঘেঁষা এলাকা ও যেখানে হাতির হানা হতে পারে বলে আশঙ্কা রয়েছে সেই এলাকাগুলি থেকে বিশেষ সরকারি বাসের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে এবং পরীক্ষা শেষ হয়ে গেলে পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষার্থীদের আবার বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।
  • Link to this news (আজকাল)