• কেমন আছেন প্রতুল মুখোপাধ্যায়? ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন গীতিকার, সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়েই খোঁজ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উল্লেখ্য, বিগত এক মাসের ওপর ধরে অসুস্থ রয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁর চিকিৎসা চলছে কলকাতা এসএসকেএম হাসপাতালেই। সোমবার হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

    সেই কথা জানতে পেরে মুখ্যমন্ত্রী নিজে ফোন করে হাসপাতালে খোঁজ নেন, এবং চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন সঙ্গীতশিল্পীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে। পাশাপাশি, রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং অরূপ বিশ্বাসকে হাসপাতালেও পাঠান মুখ্যমন্ত্রী। তাঁরা সঙ্গীতশিল্পীর সঙ্গে দেখাও করে এসেছেন। চিকিৎসকদের সঙ্গে শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেছেন। চিকিৎসকদের থেকে বিস্তারিত জানার পর মুখ্যমন্ত্রীকে ফোনে সমস্ত আপডেট দেওয়া হয় । প্রতুল মুখোপাধ্যায় কেমন আছেন তাও রাজ্যের দুই মন্ত্রীর থেকে জানেন মমতা।

    হাসপাতাল সূত্রে খবর, প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় এবং তাঁকে কড়া নজরে রাখা হয়েছে। উল্লেখ্য, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আচমকা তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হওয়ার খবর মেলে, পরে স্নায়ু ও নাক-কান-গলা বিশেষজ্ঞরাও তাঁকে পরীক্ষা করেছিলেন। বর্তমানে শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে খবর মিলেছে হাসপাতাল সূত্রে।

    মাত্রাতিরিক্ত সংক্রমণের পাশাপাশি রক্তচাপ‌ও কমে গিয়েছে প্রবীণ শিল্পীর। সংক্রমণ ছড়িয়ে গিয়েছে কিডনি, ফুসফুসে। সঙ্গীতশিল্পীকে পুরোপুরি অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আগেরবার শিল্পী যখন অসুস্থ হয়েছিলেন সেবারেও মুখ্যমন্ত্রী মমতা হাসপাতালে গিয়ে প্রতুলকে দেখে এসেছিলেন। তাঁর সঙ্গে বেশ কিছু সময় কথাও বলেন। সেই সময় মুখ্যমন্ত্রী সঙ্গীতশিল্পীর গলায় ‘আমি বাংলার গান গাই’ গানটিও শুনেছিলেন।
  • Link to this news (আজকাল)