• নজরে কলকাতার সরকারি স্বাস্থ্য পরিষেবা, পথ চলা শুরু গ্রিভান্স সেলের 
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে আরও এক উদ্যোগ রাজ্য সরকারের। কলকাতায় পথ চলা শুরু হল স্টেট লেভেল গ্ৰিভান্স সেল অ্যান্ড রিক্রিয়েশন কমিটির। যার মূল দায়িত্বে রয়েছেন ডা. সৌরভ দত্ত।

     পূর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে ডা. শশী পাঁজার নেতৃত্বে গঠন করা হয়েছিল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। যার মূল উদ্দেশ্য প্রতিটি জেলায় মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। এবার স্ট্রেট গ্রিভান্স সেল হল ডা. সৌরভ দত্তের নেতৃত্বে। আগামী ২৪ ফেব্রুয়ারি গ্রিভান্স সেলের বৈঠক অনুষ্ঠিত হবে ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে। এই গ্ৰিভান্স সেলের আত্মপ্রকাশ হয়েছিল গত জানুয়ারিতে। মূলত স্বাস্থ্য পরিষেবায় যে সমস্ত সমস্যা বা অভিযোগ জমা পড়ছে, তা নিয়ে আলোচনা হবে গ্ৰিভান্স সেলে।

     জেলা ভিত্তিক এই সেলের কাজ শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই। এবার শুরু হল কলকাতার হাসপাতালগুলির কাজ। মঙ্গলবার সেই সভার প্রথম দিন, কলকাতা মেডিকেল কলেজ এবং এনআরএসে অনুষ্ঠিত হল। যেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার, প্রিন্সিপাল–সহ জুনিয়র ও সিনিয়র মিলিয়ে বিভিন্ন বিভাগের মোট ৪০ থেকে ৪৫ জন চিকিৎসক। গ্রিভান্স সেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেলেরই প্রধান ডা.সৌরভ দত্ত, ডা, যোগীরাজ রায়।

     এদিন সভার শেষে ডা. সৌরভ দত্ত ও ডা. যোগীরাজ রায় বলেন, ‘‌হাসপাতালের সকল বিভাগের চিকিৎসক এবং সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করেছি। হাসপাতালে প্রিন্সিপাল ও সুপারও ছিলেন। তাঁরাও সবরকম বিষয়ে আলোচনা করেছেন। সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম, চিকিৎসা ব্যবস্থায় কী কী ঘাটতি, সেইসব নিয়েও আলোচনা হয়েছে। যাতে সব বিষয়টার দিকে নজর দেওয়া যায় এবং রাজ্যের চিকিৎসা পরিষেবায় রোগীদের কোনওরকম সমস্যা না হয় এবং একই সঙ্গে চিকিৎসকদেরও যাতে সব রকম সুযোগ–সুবিধা চিকিৎসার উন্নতির জন্য দেওয়া হয়, সেসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে এবং পূর্ণমাত্রায় নজর রাখা হবে।’‌ 

    এই সভা নিয়ে হাসপাতালের পক্ষ থেকে প্রিন্সিপাল জানান, সমস্ত বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে এবং আলোচনা খুবই সুন্দর ভাবে হয়েছে, এর সুফল আগামীতে রাজ্যের মানুষ শীঘ্রই পেতে শুরু করবে।
  • Link to this news (আজকাল)