জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিচারকের চেম্বারে বসিয়ে রিডিং পড়ানো হল! নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। এই নমুনা এবার ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে দিল্লির ল্যাবে। রিপোর্টে এলেই চার্জশিট পেশ করা হবে। সূত্রের খবর তেমনই।
ঘটনাটি ঠিক কী? নিয়োগ দুর্নীতি মামলা যখন ইডি-র হেফাজতে ছিলেন, তখন 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু কমপক্ষে ৫ বার হাজিরা এড়িয়ে যান তিনি। শেষপর্যন্ত ইডি-র মামলায় জামিনও পেয়ে যান। এরপর নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটের কাকু'কে গ্রেফতার করে সিবিআই। আজ, মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দেন সুজয়কৃষ্ণ। বিচারকের চেম্বারের তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার। সূত্রের খবর, অন্য় ব্যক্তির সঙ্গে কথোপকথনের দু- তিনটি অংশে রিডিং পড়ে শোনাতে বলা হয় সুজয়কৃষ্ণকে। সেই রিডিং রেকর্ড করা হয়।
বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'কণ্ঠস্বর যদি মিলে যায়, তাহলে অনেকেই কণ্ঠরুদ্ধ হয়ে যাবে। আমি জানি না, সেই গলার স্বর পালটাতে পারে কিনা। এই লোককে বিশ্বাস নেই, কী নমুনা দিয়েছে না দিয়েছে। কারণ, দীর্ঘদিন ধরে যা নাটক করছে!এটা বলতেও দ্বিধা নেই, সিবিআইয়ের ভূমিকায়ও আমরা হতাশ। দেখা যাক, শেষপর্যন্ত কী হয়! আমরা বিশ্বাস করি দেরিতে হলেও বিচার ঠিক পাওয়া যাবে'।
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের পাল্টা কটাক্ষ, এই তো দীর্ঘদিন ধরেই চলছে। সুজয়কৃ্ষ্ণ ভদ্রের কণ্ঠস্বর রহস্য রোমাঞ্চ সিরিজ। আমরা দেখেছি, বছর খানেক আগে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে মিলিটারি হাসপাতালে। সেখানে গিয়ে নাকি তাঁকে কথা বলিয়ে নেওয়া হবে। তখন বলা হল পেয়েছি আমরা কণ্ঠস্বর পেয়েছি। তারপর কী হল কেউ জানে না। ফরেনসিক কী টেস্ট হল, এখন দেখছি আবা সেই আর একটা এপিসোড। বিজেপি একই কথা বলছে, সিবিআই একই বলছে, ইডি একই কথা বলছে। কিন্তু সাধারণ মানুষ বলছে, এত তেল পুড়ছে, রাধা তো নাচছে না। কবে কী হবে, ইডি-সিবিআই গোছাতে পারছে না নাকি অপর্দাথ! রহস্য-রোমাঞ্চ সিরিজ মানুষ আর নিচ্ছে না'।