• ফিল্ম ফেস্টিভ্যালে কাছাকাছি বিজেপি-সিপিএম! গেরুয়া নেত্রীর উৎসবে বাম নেতার ছবির প্রদর্শন
    প্রতিদিন | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: চলচ্চিত্র উৎসবে বিজেপি-সিপিএম কাছাকাছি! গেরুয়া শিবির পরিচালিত চলচ্চিত্র উৎসবে নিজের তৈরি ছবি নিয়ে হাজির হচ্ছেন সিপিএমের সেলিব্রিটি নেতা। সিপিএমের ওই সেলিব্রিটি নেতার নাম দেবদূত ঘোষ। গত লোকসভা নির্বাচনে অভিনেতা দেবদূত সিপিএমের হয়ে প্রার্থীও হয়েছিলেন।

    আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি সত‌্যজিৎ রায় ফিল্ম অ‌্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে চলেছে ‘বেঙ্গল ইন্টারন‌্যাশনাল ফিল্ম ফেস্টিভ‌্যাল’। আয়োজক সংগঠনের নাম ‘বাংলা আবার’। বিজেপি প্রভাবিত এই সংগঠনের অন‌্যতম দায়িত্বে রয়েছেন সংঘমিত্রা চৌধুরী। সংঘমিত্রা গেরুয়া শিবিরে পরিচিত মুখ। দক্ষিণ কলকাতা বিজেপির সভানেত্রীও ছিলেন। গেরুয়া শিবিরের এই চলচ্চিত্র উৎসবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের তথ‌্য ও সম্প্রচার মন্ত্রক এবং এনএফডিসি।

    কিন্তু বাম মহলে অনেকেই বিস্মিত কার্যত বিজেপি পরিচালিত এই চলচ্চিত্র উৎসবে সিপিএমের দেবদূত ঘোষের অংশগ্রহণ নিয়ে। দেবদূত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতাও। এই চলচ্চিত্র উৎসবে ‘বীর সাভারকর’ বা ‘দ‌্যা সবরমতী রিপোর্টে’র মতো ছবিও দেখানো হবে। যে সাভারকরকে সিপিএম লাগাতার আক্রমণ করেছে সেই সাভারকরের মাহাত্ম‌্য নিয়ে ছবিও এই চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে। সেখানে দেবদূতের পরিচালনায় তৈরি ছবি ‘আদর’ প্রদর্শিত হবে। সিপিএম ও বিজেপির সাংস্কৃতিক পরিসরে এভাবে আসাটা বিরল বলেই মনে করছে রাজৈতিক মহল।

    এ প্রসঙ্গে অবশ‌্য সিপিএম নেতৃত্ব মুখ খুলতে চাননি। দেবদূত ঘোষ সংবাদ মাধ‌্যমে বলেছেন, ছবি সকলের জন‌্য। এখানে কোনও রাজনৈতিক ভাগাভাগি নেই।
  • Link to this news (প্রতিদিন)