• রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, চলতি সপ্তাহেই পরপর চারদিন ছুটি
    প্রতিদিন | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • গৌতম ব্রহ্ম: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। চলতি বছরে একদিন এগিয়েছে সবেবরাত। যার ফলে ১৩ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করল রাজ্য। পরদিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যে ছুটি। এছাড়াও রয়েছে শনি ও রবিবার। অর্থাৎ পরপর চারদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

    সবেবরাত উদযাপিত হয় কবে? সাধারণত ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ সবেবরাত পালিত হয়। তবে গোটাটাই নির্ভর করে চাঁদের অবস্থানের উপর। চলতি বছরে সবেবরাত পড়ছে ১৩ ফেব্রুয়ারি। সেই কারণেই ওইদিন ছুটি দেওয়া হয়েছে। পরদিন পঞ্চানন বর্মার জন্মদিন। ফলে ১৪ ফেব্রুয়ারিও ছুটি। অর্থাৎ ১৩ ও ১৪ পরপর দুদিন ছুটি। তারপর ১৫ তারিখ শনিবার, ১৬ ফ্রেবুয়ারি রবিবার। অর্থাৎ চলতি সপ্তাহে পরপর চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

    উল্লেখ্য, আগামিকাল রাজ্য বাজেট। ১৩ তারিখ রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু ১৩ ফেব্রুয়ারি দিনটিকে রাজ্য সরকারের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে, তাই ওই দিন বিধানসভাতেও কোনও কাজ হবে না। যতদূর জানা যাচ্ছে, আগামিকাল বাজেটের দিন দুপুর আড়াইটেয় রাজ্যে বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। ওই বৈঠকে পরিবর্তিত কর্মসূচি রূপরেখা জানিয়ে দেওয়া হবে বিধানসভার তরফ থেকে। সেক্ষেত্রে রাজ্যপালের ভাষণ সংক্রান্ত আলোচনা পিছিয়ে যাচ্ছে। একইভাবে পিছিয়ে যাবে বাজেট বিবৃতির উপর ২ দিনের আলোচনাও।
  • Link to this news (প্রতিদিন)