• পছন্দ ভিন্ন হলেও, মাধ্যমিকে তিন যমজ ভাই, ভালো ফলের আশায় গ্রামবাসীরা
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: এক ভাইয়ের পছন্দের ক্রিকেটার বিরাট কোহলি, অপর ভাইয়ের পছন্দ মহেন্দ্র সিংহ ধোনি। আরেক ভাই পছন্দ করে রোহিত শর্মাকে। কিন্তু তিন ভাইয়ের সবচেয়ে পছন্দের জিনিস পড়াশোনা। একসঙ্গে পড়াশোনার পাশাপাশি একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তিন যমজ ভাই। গল্পটা মেদিনীপুর সদর ব্লকের খয়েরুল্লা চক এলাকার বাসিন্দা সম্রাট, সৈকত, সাগ্নিক দাশগুপ্তের। মেধাবী যমজ ভাইদের ভালো ফলের আশায় বুক বাঁধছেন গ্রামবাসীরাও। স্থানীয় বাসিন্দাদের কথায়, কয়েক মিনিটের ছোট-বড় লাজুক স্বভাবের তিন ভাই পড়াশোনায় ভালো। এছাড়া তারা নিয়মিত মাঠে খেলাধুলো করে। মঙ্গলবার সম্রাট, সৈকত, সাগ্নিক বলে, পরীক্ষা ভালো হচ্ছে। আশা করছি, ভালো ফল হবে। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে একসঙ্গে তিন শিশুপুত্রের জন্ম দেন মণিকা দাশগুপ্ত। তাঁর স্বামী প্রবীর দাশগুপ্ত স্বাস্থ্যকর্মী। ছোট থেকেই তিন ভাইয়ের পড়াশোনার প্রতি আগ্রহ। খয়েরুল্লা চক এলাকার প্রাথমিক স্কুলেই তাদের পড়শোনা শুরু। বর্তমানে তারা খয়েরুল্লা চক নেতাজি বিদ্যামন্দিরের ছাত্র। তিন যমজ ভাইয়ের মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নয়াগ্রাম হাইস্কুলে পড়েছে। পরীক্ষায় তাদের সিটও পড়েছে পাশাপাশি। জানা গিয়েছে, তাদের দু’জন গৃহশিক্ষক পড়ান। একইসঙ্গে তাদের বাবা ও মা পড়াশোনায় সাহায্য করেন। উচ্চ মাধ্যমিকে তারা বিজ্ঞান বিষয়ে পড়তে চায়। আগামী দিনে সম্রাট, সৈকত চিকিৎসক ও ইঞ্জিনিয়ার হতে চাইলেও সাগ্নিক হতে চায় পুলিস আধিকারিক। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তিনজনেরই পছন্দের জিনিস ভিন্নভিন্ন। তাঁদের পছন্দের টিভি চ্যানেল আলাদা। স্বাভাবিকভাবেই টিভির রিমোট কার দখলে থাকবে অথবা  সাইকেল কে চালাবে, তাইনিয়ে নিজেদের মধ্যে খুনসুটি লেগেই থাকে। কিন্তু পড়াশোনার প্রশ্নে তাদের মিল রয়েছে। একজনের সমস্যায় অপরজন সহযোগিতা করে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)