• বুলুণ্ডি থেকে মায়াপুর স্টেশন ও বাসস্ট্যান্ডের রাস্তা অসম্পূর্ণ
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, আরামবাগ: আরামবাগের বুলুণ্ডি গ্রাম থেকে মায়াপুর রেলস্টেশন ও মায়াপুর বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই এলাকায় রাস্তা তৈরির দাবি জানিয়ে এসেছি। আগে ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা রাস্তা করার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে গিয়েছেন। বাম আমলে প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তৃণমূলের আমলে রাস্তার কিছুটা তৈরি হয়ে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। আমরা রাস্তা তৈরির জন্য জমি দিয়েছিলাম। রাস্তাটি তৈরি হলে আমাদের যাতায়াতের পথ সুগম হবে। এখন মনে হচ্ছে, জমি দিয়েই ভুল করেছিলাম। অবিলম্বে ওই রাস্তাটি সম্পূর্ণ করা হোক। 


    এ প্রসঙ্গে মায়াপুর-২ পঞ্চায়েত প্রধান অলোক সাঁতরা বলেন, বাম আমলে তো আরামবাগের উন্নয়ন কিছুই হয়নি। অমরা ক্ষমতায় আসার পর এলাকা ধরে ধরে উন্নয়ন করছি। আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের দান করা জমির উপর রাস্তাটি তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম। আমাদের গ্রাম পঞ্চায়েত এরিয়া পর্যন্ত রাস্তাটি তৈরি হয়ে গিয়েছে। বাকি রাস্তাটি তৈরির ক্ষেত্রে কিছু সমস্যা আছে। ১০০ দিনের কাজও বন্ধ রয়েছে। খুব শীঘ্রই ওই রাস্তাটি সম্পূর্ণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুলুণ্ডি গ্রাম থেকে কলকাতা যাওয়ার নিকটতম বাসস্ট্যান্ড হল মুথাডাঙা এবং নিকটতম রেলস্টেশন হল মায়াপুর। এই গ্রাম থেকে বাসস্ট্যান্ড ও রেলস্টেশনের দূরত্ব ৮ কিলোমিটার। ওই দু’টি জায়গায় পৌঁছনোর জন্য স্থানীয় তেলোভেলো হয়ে ঘুরপথে যেতে হয়। তাই স্থানীয় বাসিন্দারা বাম আমল থেকেই রেলস্টেশন ও বাসস্ট্যান্ড যাওয়ার জন্য সোজা রাস্তা তৈরির দাবিতে সরব হয়েছিলেন। অভিযোগ, বাম আমলে ভোটের আগে অনেকবার প্রতিশ্রুতি দিয়েও এই রাস্তা তৈরির উদ্যোগ নেয়নি। বিধানসভা ভোটের পর তৃণমূল ক্ষমতায় এসে এই রাস্তাটি তৈরি করার উদ্যোগ নেয়। সেই মতো মায়াপুর-২ গ্রাম পঞ্চায়েতের অধীন কৃষকরা রাস্তার জন্য জমি দান করেন। এরপরই ১০০ দিনের কাজ প্রকল্পে রাস্তা তৈরির কাজ শুরু হয়। কিন্তু হঠাৎ করেই রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যায়। এরপর থেকে এখনও পর্যন্ত রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ না হওয়ায় এলাকার মানুষজন চরম ক্ষোভ প্রকাশ করেছেন।  


    স্থানীয় বাসিন্দারা বলেন, এই রাস্তাটি তৈরি হলে বুলুণ্ডি গ্রাম ছাড়াও নারায়ণপুর, মালিপুকুর, আদমবাঁধ, গোলতা, কড়ুই সহ একাধিক গ্রামের মানুষ উপকৃত হবেন। এই রাস্তাটি তৈরি হলে আমরা কম সময়ে আমাদের উৎপাদিত ফসল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারব। আমাদের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন ঘটবে। তাই আমরা শুধুই প্রতিশ্রুতি নয়, রাস্তাটি কাজ শেষ করার দাবি জানাচ্ছি। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)