• নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নবদ্বীপ: মঙ্গলবার দুপুরে নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হল। মৃতের নাম স্বপন নন্দী(৬৫)। তাঁর বাড়ি নবদ্বীপের মুকুন্দপুরের মাঠপাড়ায়। গুরুতর জখম অবস্থায় স্বপনবাবুকে উদ্ধার করে স্থানীয় বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিস। এদিন দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিস লরি সহ চালককে আটক করেছে। ঘটনার জেরে প্রায় ৩০মিনিট গৌরাঙ্গ সেতুতে যান চলাচল অনিয়মিত হয়ে পড়ে। জানা গিয়েছে, মুকুন্দপুর মাঠপাড়ার বাসিন্দা স্বপন নন্দী প্রতিদিনের মতো এদিনও সকালে সাইকেলে চড়ে নবদ্বীপের তেঘরিপাড়া বাজারে সব্জি বিক্রি করতে গিয়েছিলেন। বেলা ১২টায় সাইকেলেই বাড়ি ফিরছিলেন। সেসময় গৌরাঙ্গ সেতুতে ওঠার সময় পিছন থেকে আসা একটি সিমেন্টবোঝাই লরি তাঁকে ধাক্কা মারে। স্বপনবাবু সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। লরিটি কোলাঘাট থেকে সিমেন্ট নিয়ে মুরুটিয়া যাচ্ছিল। মৃতের পুত্রবধূ রনিকা নন্দী বলেন, শ্বশুরমশাই প্রতিদিনই সব্জি বিক্রি করতে নবদ্বীপ বাজারে যান। বিকেলে বাড়ির কাছে পাড়ার মোড়ে একটি চায়ের দোকানও চালাতেন। মৃতের ভগ্নীপতি প্রভাস দাস বলেন, সেসময় স্বপনবাবুর স্ত্রী সুমিত্রা নন্দী নাতনিকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়াতে নবদ্বীপের জাতীয় বিদ্যালয় গার্লস স্কুলে গিয়েছিলেন।
  • Link to this news (বর্তমান)