• অগ্নিগর্ভ খয়রাশোল, বোমাবাজি, জখম ২, ধৃত ৯
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বৈধ ঘাট থেকে তোলা বালির গাড়ি থেকেও চলছে টাকা আদায়। সেই টাকার ভাগ নিয়েই গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের জেরেই বীরভূম জেলার খয়রাশোল ব্লকের জামালপুরে হল যথেচ্ছ বোমাবাজি। বোমাবাজিতে দু’জন জখম হয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। গোটা এলাকায় যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধী শিবির। যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ মানতে নারাজ। ঘটনার খবর পেতেই কাঁকরতলা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। বোমাবাজির ঘটনায় মোট ন’ জনকে গ্রেপ্তার করেছে তারা। গোটা এলাকা থমথম করছে। চলছে পুলিসি টহল। পুলিস সুপার আমনদীপ বলেন, এখনও অবধি ন’ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কেউ এই ঘটনায় জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে। যদিও এসআরডিএ-র চেয়ারম্যান ও জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য, বৈধ বালিঘাট নিয়ে নয়, ঝামেলা হয়েছে অবৈধ বালি ঘাট নিয়েই। অবৈধ বালি ঘাট আর চলবে না। পুলিস ব্যবস্থা নেবে। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বৈধ ঘাট থেকে বালি তুলে গ্রামের পথ ধরে চলাচলকারী গাড়ি থেকে এক গোষ্ঠী টাকা আদায় করছিল। এই ঘটনাকে কেন্দ্র করে অপর গোষ্ঠী আসরে নামে। টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। বেশকিছু দিন ধরেই সেই দ্বন্দ্ব চলছিল। এদিন তা চরম আকার নেয়। চলে বোমাবাজি। জানা গিয়েছে, জখমদের মধ্যে শেখ সাত্তারের পায়ে গুরুতর চোট লাগে। প্রথমে জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিত্সার পর একজনকে ছেড়ে দেওয়া হয়। তবে উন্নত চিকিত্সার জন্য সাত্তারকে রেফার করা হয়েছে। জেলা বিজেপির সহ সভাপতি দীপক দাস এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছেন। তিনি বলেন, তোলা আদায় নিয়ে দুই গোষ্ঠীর লড়াই। এটা নতুন কিছু নয়। সর্বত্র অরাজকতা চলছে। দ্রুত এসব বন্ধ হওয়া উচিত। পুলিসের কঠোর পদক্ষেপ করা প্রয়োজন। যদিও জেলা তৃণমূল কংগ্রেসের জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, নানা জায়গায় দুষ্কৃতীরা তোলা আদায়ের চেষ্টা করে। কোনও ক্লাব কিংবা কেউ তোলা আদায়ে গিয়েছিল। তা নিয়েই বিরোধ হয়েছে। পুলিস অবশ্যই ব্যবস্থা নেবে।  ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ওই এলাকায় বোমা কোথা থেকে এল পুলিস তা খতিয়ে দেখতে শুরু করেছে। এছাড়াও ওই এলাকায় আর কোনও বোমা কিংবা আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে কিনা তা জানতেও খোঁজ চলছে।
  • Link to this news (বর্তমান)