• কালনায় নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযান, ১৮ জনকে জরিমানা
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কালনা: মঙ্গলবার কালনায় নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে যৌথ অভিযানে নামল পুরসভা ও পুলিস-প্রশাসন। অভিযানে প্রচুর পরিমাণে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ১৮ জনকে জরিমানা করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত, কালনা থানার আইসি সুজিত ভট্টাচার্য, পুরসভার কনজারভেন্সির দায়িত্বে থাকা কাউন্সিলার অনিল বসু প্রমুখ। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়।


    মঙ্গলবার কালনা চকবাজার ও স্টেশন রোডে সব্জি, ফুল, ফল, মাছ সহ বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। অভিযানে চকবাজার এলাকায় এক ব্যবসায়ীর দোকান থেকে মজুত থাকা প্রায় এক কুইন্টাল নিষিদ্ধ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করে জরিমানা করা হয়। এছাড়াও মিষ্টির দোকান, ফল ও ফুল বিক্রেতা সহ কয়েকটি দোকান থেকেও নিষিদ্ধ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়।  
  • Link to this news (বর্তমান)