সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার পাড়া থানার ভাউরিডি গ্রামের এক বিধবা বৃদ্ধা মহিলার গোয়াল ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি একটি খড়ের পালুই আগুনে পুড়ে নষ্ট হয়েছে। তবে সঠিক সময়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোয় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের খেপাকর মাহাতর বাড়িতে একটি খড়ের পালুই ছিল। ওইদিন হঠাৎ সেই খড়ের পালুই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পাশে থাকা একটি খড়ের চালা দেওয়া গোয়াল ঘরে সেই আগুন ছড়িয়ে পড়ে। সংলগ্ন বাড়িতে একা বিধবা বৃদ্ধা যামিনী মাহাত থাকেন। আগুনে তাঁর গোয়াল ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
গ্রামবাসীরা জানিয়েছেন, হঠাৎ আগুন দেখতে পেয়ে গ্রামবাসীরা ছুটে এসে নিজেরাই তা নেভানোর চেষ্টা করে। পাড়া থানা ও রঘুনাথপুর দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিধবা মহিলা বলেন, বাড়িতে একলা থাকি। গোরু, ছাগল, ভেড়া পালন করে জীবন নির্বাহ করি। ওই ঘরে গবাদি পশুগুলিকে রাখা হতো। সেটা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। অসহায় হয়ে পড়েছি।
পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার বলেন, পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওই মহিলার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা মহিলার পাশে রয়েছি।