• বাঁকুড়া ও পুরুলিয়ায় হাসপাতালে পরীক্ষা দিল ৯ মাধ্যমিক পরীক্ষার্থী 
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও পুরুলিয়া: বাঁকুড়া ও পুরুলিয়ায় নয়জন পরীক্ষার্থী হাসপাতালে বসে পরীক্ষা দিল। মঙ্গলবার মাধ্যমিকের দ্বিতীয় দিনে বাঁকুড়ায় নির্বিঘ্নেই পরীক্ষাপর্ব সম্পন্ন হয়েছে। এদিন জেলার বিভিন্ন হাসপাতালে বেডে বসে ছয়জন পরীক্ষা দিয়েছে। বাঁকুড়ার মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক গৌতম দাস বলেন, ছাতনা ও বড়জোড়া সুপারস্পেশালিটি হাসপাতালে প্রথমদিন থেকেই দুই ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। এদিন রাধানগর উচ্চবিদ্যালয়, বড়জোড়া গার্লস হাইস্কুলের মোট চারজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা বিষ্ণুপুর মহকুমা ও বড়জোড়া সুপারস্পেশালিটি হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে।


    পুরুলিয়া জেলায় পথদুর্ঘটনায় জখম এক মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতাল থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয় প্রশাসন। পুরুলিয়ার জয়পুরের শ্রীরামপুর হাইস্কুলের ছাত্র রামপ্রসাদ মাহাত বাইক চালিয়ে ওই ব্লকের আরবিবি হাইস্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। পরীক্ষাকেন্দ্র থেকে কয়েকশো মিটার দূরে সে দুর্ঘটনার কবলে পড়ে। জয়পুর বিডিও অফিস মোড়ে চেকপোস্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুটারে তার বাইক সজোরে ধাক্কা মারে। ওই পরীক্ষার্থীকে তৎক্ষণাৎ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে জেলার মাধ্যমিকের কনভেনর সোমনাথ কুইরি সহ পর্ষদের অন্য প্রতিনিধিরা হাসপাতালে পৌঁছন। হাসপাতালের বেডেই রামপ্রসাদের পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হয়। 


    এছাড়া, পুরুলিয়া-২ ব্লকের গোলামারা হাইস্কুলের পরীক্ষার্থী পূজা রাজোয়ার এদিন সকালে পেটের যন্ত্রণা নিয়ে দেবেন মাহাত সদর হাসপাতালে ভর্তি হয়। এদিন সে মেডিক্যাল থেকেই পরীক্ষা দেয়। এছাড়া, কাঁটাডির পড়ুয়া জগবন্ধু কুমার প্রথমদিন থেকেই হাসপাতাল থেকে পরীক্ষা দিচ্ছে।
  • Link to this news (বর্তমান)