• আমের মুকুল ভালো এসেছে কালনায়, প্রচুর ফলনের আশা করছেন চাষিরা
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কালনা: এবার আমের মুকুল ভালো হওয়ায় ভালো ফলনের আশায় চাষিরা। সাধারণত পৌষ মাসের মাঝামাঝি থেকে আমের মুকুল আসতে শুরু করে। কিন্তু এবার পৌষের শেষ হলেও মুকুলের সেভাবে দেখা মেলেনি। তাই চিন্তায় ছিলেন আম চাষিরা। কিন্তু দেরিতে হলেও মাঘের শুরু থেকে নতুন করে মুকুল ফুটতে শুরু করায় খুশি চাষিরা। মুকুলের পরিচর্যায় ওষুধ স্প্রে করার কাজ চলছে জোর কদমে।


    কালনা মহকুমায় ৫০০ হেক্টরের বেশি আমবাগান রয়েছে। এর মধ্যে অধিকাংশ রয়েছে পূর্বস্থলী-২ ব্লকের পাটুলি, পূর্বস্থলী, ঝাউডাঙা, মাজিদা, কালেখাঁতলা, নিমদহ প্রভৃতি এলাকায়। এছাড়াও পূর্বস্থলী-১ ব্লকের জাহান্নগর, দোগাছিয়া, সমুদ্রগড়, বিদ্যানগর সহ কালনা-২ ব্লকের হাঁসপুকুর, মীরের বাগান এলাকায় রয়েছে আমের বাগান। পূর্বস্থলী-২ ব্লকের আমের খ্যাতি ইতিমধ্যে রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্যে ছড়িয়ে পড়েছে। বেশ কিছু বাগান মালিক পক্ষ চাষ করলেও অধিকাংশ ক্ষেত্রে আমবাগান লিজ নিয়ে চাষ করেন আম চাষিরা। গত বছর আমের ফলন সেই মতো না থাকায় অনেককে লোকসানে পড়তে হয়েছে। এবার মুকুল আসার শুরুর দিকে ধারাবাহিক কুয়াশার কারণে সেভাবে মুকুল না আসায় চিন্তার ভাঁজ পড়েছিল আম চাষিদের কপালে। কিন্তু কুয়াশা কমতেই ফের নতুন করে গাছে গাছে মুকুল ফুটতে শুরু করেছে। আর তাই পরিচর্যায় নেমে পড়েছেন চাষিরা। মুকুলে পোকার উপদ্রব ঠেকাতে কীটনাশক ও সালফার জাতীয় ওষুধ স্প্রে করা শুরু করেছেন। 


    আম চাষি ভাসান শেখ বলেন, গত বছর সব গাছে ঠিকমতো মুকুল আসেনি। ফলন ভালো না থাকায় সেভাবে লাভের মুখ দেখা যায়নি। এবার দেরিতে হলেও মুকুল ভালো এসেছে। আম চাষি সুধীর শীল, শিবু ভট্টাচার্যরা ভালো মুকুল দেখে কোমর বেঁধে গাছের পরিচর্যায় নেমে পড়েছেন।এলাকার তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় নিজে একজন আম চাষি। কয়েক বিঘা আমবাগানে তিনি নিজে হাতে চাষ করেন। তিনি বলেন, আমের বাগানগুলিতে সাধারণত আমরা দেখেছি এবছর যে গাছে ফলন ভালো হয়, পরের বছর তার থেকে ভালো ফলন পাওয়া যায় না। আবার গতবার যে গাছে ফলন হয়নি, এবার সেই সব গাছে বেশি ফলন আশা করা যায়। পূর্বস্থলীর আম স্বাদে গন্ধে পরিচিত হয়ে উঠেছে রাজ্য সহ ভিনরাজ্যের বাজারে। রাজ্য ছাড়িয়ে তা ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা সহ অন্যান্য রাজ্যে পাড়ি দিচ্ছে। এবার যেভাবে মুকুল এসেছে, তাতে প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলন আশা করা যায়। পূর্বস্থলী-২ ব্লক কৃষি অধিকর্তা জীবনচন্দ্র নাথ বলেন, মহকুমার মধ্যে পূর্বস্থলী-২ ব্লকে সবচেয়ে বেশি আম চাষ হয়। কুয়াশার কারণে এবার মুকুল আসতে একটু দেরি হলেও মুকুল ভালোই এসেছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)