• মাদারিহাটে লাইন হোটেলের পাশে রাতভর আস্তানা বাইসনের, আতঙ্ক
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: হাতির মতো এবার বাইসনও লোকালয়ে ঢুকে পড়ছে। সোমবার রাত ১০টার পরে বাইসনের একটি দল মাদারিহাটের সুভাষনগরে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের ধারে একটি লাইন হোটেলের পিছনে আশ্রয় নিলে ব্যাপক আতঙ্ক ছড়ায়। লাগোয়া উত্তর জলদাপাড়া রেঞ্জের জঙ্গল থেকে এসেছিল বাইসনের দলটি। রাতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় স্থানীয়রা বুঝে উঠতে পারেননি দলটিতে ঠিক ক’টা বাইসন ছিল। 


    ওই রাতে হোটেলে আসা ভিনরাজ্যের পরিবহণ কর্মীরা খাওয়াদাওয়াও ঠিক মতো করতে পারেননি। স্থানীয় ব্যবসায়ীরাও আতঙ্কিত হয়ে পড়েন। পরে বনকর্মীরা আসার আগে একটি বাদে বাকি বাইসন জঙ্গলে ফিরে যায়। কিন্তু একটি বাইসন ওই লাইন হোটেলের পিছনে রাতভর দাঁড়িয়ে থাকায় স্থানীরা ও হোটেলে আসা পরিবহণ কর্মীরা ভয়ে সিঁটিয়ে ছিলেন। মঙ্গলবার ভোর রাতের দিকে দলছুট বাইসনটি নিজে থেকেই জঙ্গলের দিকে চলে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচেন সকলে। 


    স্থানীয় বাসিন্দা সুপেন দাস বলেন, লোকালয়ে হামেশায় হাতি ঢোকার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এই প্রথম বাইসন আসতে দেখলাম। স্থানীয় একটি হোটেলের মালিক বিশ্বজিৎ সাহা বলেন, এভাবে যদি বাইসনও ঢুকে পড়ে তাহলে আগামী দিনে কিন্তু বড় বিপদ হতে পারে। ঘটনাটি রাতের দিকে হওয়ায় এর খুব একটা প্রভাব পড়েনি। 


    জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণী সংরক্ষক নভজিৎ দে বলেন, বাইসন লোকালয়ে চলে খবর পেয়েই বনকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে বাইসনের দলটি কোথাও কারও কোনও ক্ষতি করেনি।
  • Link to this news (বর্তমান)