• পুরাতন মালদহ ব্লক অফিসের গেটের সামনেই জমে রয়েছে প্রচুর আবর্জনা
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লক অফিসের গেটের সামনেই আবর্জনার স্তূপ জমা হয়ে রয়েছে। শুধু তাই নয়, সেখানে নিকাশিনালাও অপরিষ্কার। নোংরা জমে ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 


    একই সঙ্গে ওই অফিসের গেটের সামনে কয়েকটি বসার শেডের বেহাল অবস্থা। সেজন্য কেউ সেখানে বসতে পারে না। অভিযোগ, কয়েক মাস ধরে সেগুলি পরিষ্কার করা হয় না। ফলে মশা, মাছির উপদ্রব বেড়ে গিয়েছে। ব্লক অফিসে অনেকে কাজের জন্য আসেন। পাশাপাশি ব্লক অফিস ক্যাম্পাসে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর রয়েছে। পিছনে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত ভবন রয়েছে। ওই পথে দিনভর কাজের জন্য সাধারণ মানুষ যাওয়া আসা করে। তাদের ওই পথ দিয়ে চলাফেরা করতে হয়। এনিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। 


    মঙ্গলবাড়ির বাসিন্দা পেলে দাস বলেন, সত্যিই ওই নিকাশিনালা অপরিষ্কার। দেখে মনে হয় বহুদিন সাফাই হয়নি। এনিয়ে আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের মৌখিকভাবে একাধিক বার বলেছি। কিন্তু কাজ হয়নি। এর আগে ব্লকে কমিউনিটি টয়লেটের দাবির ক্ষেত্রেও তাই হয়েছে। প্রথমে কাজ হয় না। ১০ বছর ধরে বলে আসছিলাম। এবার নতুন পঞ্চায়েত বোর্ড গঠনের পরে ওই টয়লেট হয়েছে। নিকাশি নালা পরিষ্কারের বিষয়ে ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত দুই কর্তৃপক্ষরই দেখা উচিত। 


    মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপির শিবু কর্মকার বলেন, দলের পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযানে এর আগে ওই জায়গা আমরা পরিষ্কার করেছিলাম। এখনও নোংরা রয়েছে। এটা ব্লক প্রশাসনের ব্যর্থতা। কর্তৃপক্ষ দেখেও এটা দেখছে না। এবিষয়ে নজর দেওয়া উচিত। পুরাতন মালদহের বিডিও সেঁজুতি পাল মাইতি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের বাপ্পা দাস বলেন, আমি প্রধান হওয়ার পর পঞ্চায়েত ভবনের সামনের নিকাশি নালা পরিষ্কার করিয়েছিলাম। ব্লক অফিসের সামনে জঞ্জাল জমে থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)