• জলপাইগুড়ি সীমান্তে উদ্ধার দেহ বাংলাদেশিরই, ছবি দেখেই দেহ শনাক্ত
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পাঁচদিন আগে জলপাইগুড়ির সীমান্ত উদ্ধার মৃতদেহ বাংলাদেশির। প্রাথমিকভাবে ছবি ও পোশাক দেখে ওই মৃতদেহ চিহ্নিত করেছে বাংলাদেশ। কফিনবন্দি দেহ বাংলাদেশে পাঠানও হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশ ও গোলমালের ঘটনা নিয়ে উষ্ণা প্রকাশ করেছে বিএসএফ। তারা এ ব্যাপারে ফ্ল্যাগ মিটিং করে বডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কড়া বার্তা দিয়েছে বলে খবর। গত ৫ ফেব্রুয়ারি জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্তে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। বিএসএফ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৭৭৫/১৬-এস/১ নম্বর পিলারের কাছে দেটি পড়ে ছিল। সেখানে চা বাগান রয়েছে। বিএসএফের কাছ থেকে খবর পেয়ে মানিকগঞ্জ থানার পুলিস দেহ উদ্ধার করে। সংশ্লিষ্ট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। পাশাপাশি জলপাইগুড়ি মেডিক্যালে দেহের ময়নাতদন্ত করা হয়। এই অবস্থায় বাংলাদেশ সরকার মৃতদেহ সম্পর্কে খোঁজ খবর শুরু করে। বিএসএফ ও পুলিস সূত্রে জানা গিয়েছে, আব্দুল খালেক মনু (৫৫) নামে পঞ্চগড় জেলার একব্যক্তি নিখোঁজ হয়েছে বলে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। মৃত ব্যক্তির ছবি বিজিবির কাছে পাঠানো হয়। ছবি ও পোশাক দেখে দেহে শনাক্ত করে বিজিবি।
  • Link to this news (বর্তমান)