কোচবিহারে ৩৯টি ৫০০ টাকার জাল নোট সহ পুলিসের জালে ১
বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দিনকয়েক আগেই কোচবিহারে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নেশার ওষুধ। পরপর উদ্ধার হয়েছে বেশকিছু আগ্নেয়াস্ত্র। এবার জাল টাকা সহ গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। ওই ব্যক্তি জাল টাকা একটি বেসরকারি ব্যাঙ্কে জমা দিয়েছিলেন। গণনার সময় বেরিয়ে আসে সেগুলি জাল টাকা। এরপরেই নিয়ম মেনে পুলিসে খবর দেওয়া হলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিস ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আজিজুল হক। তার বাড়ি কোচবিহার থানার পানিশালা এলাকায়। জেলার পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, জাল নোট সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ৩৯টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ওই বেসরকারি ব্যাঙ্কের এক কর্তা বলেন, টাকা জমা দেওয়ার সময় মেশিনে ওই জাল নোটগুলি ধরা পরে। আমরা নিয়ম মেনে পরবর্তী পদক্ষেপ করেছি।
কোচবিহারের বিভিন্ন রুটকে ব্যবহার করে যে নানা ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে তা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। বিহার থেকে আগ্নেয়াস্ত্র আসার বিষয়টি পুলিসের নজরে রয়েছে। মাঝে মাঝেই জেলার বিভিন্ন থানা এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। জেলার বিস্তীর্ণ এলাকায় গাঁজা ও অবৈধ পপি চাষ হয়। এসব রুখতে পুলিস যথেষ্ট পদক্ষেপও করছে। আবার এখান থেকে চোরা পথে গাঁজা পাচার হওয়ার সময়েও অনেক সময় তা ধরা পড়ছে। কিন্তু সম্প্রতি কোচবিহার শহরে জাল টাকা উদ্ধারের তেমন ঘটনা নজরে আসেনি। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই জাল টাকা কোথা থেকে ওই ব্যক্তির কাছে এল? পুলিস বিষয়টি খতিয়ে দেখার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে।