সংবাদদাতা, দেওয়ানহাট: আগামী ২৩ ফেব্রুয়ারি বিপুল জমায়েত করে দিনহাটার সংহতি ময়দানে মেগা সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের ওই সভায় সংহতি ময়দানে হওয়া আগের সব সভার ভিড়ের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
সভাতে ব্যাপক জমায়েত করার জন্য ইতিমধ্যেই দিনহাটা বিধানসভাজুড়ে প্রচার শুরু করেছে ঘাসফুল শিবির। মেগা সভাকে কেন্দ্র করে দিনহাটা বিধানসভার তিনটি সাংগঠনিক ব্লকের বুথে বুথে চলছে কর্মিসভা। ১৬টি পঞ্চায়েতে চলছে প্রস্তুতি। মঙ্গলবার দিনহাটা-১ ব্লকের পুঁটিমারি, ভিলেজ-টু, ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতে প্রস্তুতি সভা করে তৃণমূল। উপস্থিত ছিলেন দিনহাটা-১ (বি) ব্লক সভাপতি অনন্তকুমার বর্মন। এছাড়াও দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট, বাসন্তীরহাট, সাহেবগঞ্জেও প্রস্তুতি সভা করা হয়। সেখানে ছিলেন দিনহাটা-২ ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য। তৃণমূলের দিনহাটা-২ ব্লক সভাপতি বলেন, ২৩ তারিখ মেগা কর্মিসভা হবে। সংহতি ময়দানের সেই জমায়েত অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে। সেজন্য জোর কদমে প্রতিটি অঞ্চল ও বুথে প্রচার, মিটিং চলছে। কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি বঞ্চনা ও কেন্দ্র সরকারের অপশাসনের বিরুদ্ধে ওই সভার ডাক দেওয়া হয়েছে। যদিও তৃণমূলের মেগা সভাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, তৃণমূল যতই মিটিং-মিছিল করুক লাভ নেই। ছাব্বিশে দিল্লির মতো ফল হবে বাংলায়।
প্রসঙ্গত, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তারআগে কোচবিহার জেলায় তৃণমূল জমি তৈরি করতে মাঠে নেমেছে। গত বিধানসভা নির্বাচনে জেলায় মাত্র দু’টি আসনে জয়ী হলেও বাকি সাতটি আসনেই হারের মুখ দেখতে হয় তৃণমূলকে। যদিও উপ নির্বাচনে দিনহাটা আসনটি তৃণমূল দখল করেছিল।