• বধূ খুনে হেমতাবাদে গ্রেপ্তার শ্বশুর
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বধূকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিস। ধৃতের নাম নুরজামান মহম্মদ(৬৫)। বাড়ি হেমতাবাদ ব্লকের মহাকালডাঙায়। মঙ্গলবার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তাকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।সোমবার সকালে কীটনাশক খেয়ে অসুস্থ অবস্থায় রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত হয় শামিমা খাতুন নামে এক বধূর। এরপরই হেমতাবাদ থানায় বধূ হত্যার অভিযোগ দায়ের করা হয়। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।  বাকিদের খোঁজ চলছে। 
  • Link to this news (বর্তমান)