• আজ মাঘী পূর্ণিমায় মানিকচকে গঙ্গা স্নান, প্রশাসনিক স্তরে জোর প্রস্তুতি  
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মানিকচক: আজ, বুধবার মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নানকে ঘিরে জোর তৎপরতা শুরু করেছে মানিকচক ব্লক প্রশাসন। মঙ্গলবার মানিকচক ঘাটের গঙ্গা তীরবর্তী এলাকায় দু’টি স্নান ঘাট তৈরি করা হয়েছে। থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্বাস্থ্য বিভাগ সহ পর্যাপ্ত পুলিস কর্মী। বুধবার সকাল থেকেই মালদহ জেলা ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও বহু পুণ্যার্থীরা এখানে ভিড় করবেন। তাই যাবতীয় প্রস্তুতি মঙ্গলবার পরিদর্শন করে খতিয়ে দেখলেন বিডিও ও পুলিস আধিকারিকরা।


    মানিকচক ব্লকের অন্তর্গত মানিকচক ঘাট পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানা। প্রতিবছর মাঘী পূর্ণিমা উপলক্ষ্যে হাজার হাজার পুণ্যার্থী গঙ্গায় স্নান করেন। সেই উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ঘাটকে সুসজ্জিত করে স্নানের উপযুক্ত করা হয়। তবে এবছরের চিত্র আলাদা। দু’মাস আগে হঠাৎ করে মানিকচক ঘাটে গঙ্গা নদীর পাড়ে ভাঙন হওয়ায় বিস্তীর্ণ অংশ নদীতে তলিয়ে যায়। যার ফলে স্নানের ঘাটের জায়গা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল পৌষ সংক্রান্তিতে। তাই পুণ্যার্থীদের যাতে আবার সেই সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য প্রশাসন তৎপর হয়ে মানিকচক ঘাটে দু’টি স্নানের জায়গা তৈরি করেছে। 


    স্নান শেষে বস্ত্র পরিবর্তনের জন্য মহিলাদের জন্য আলাদা ঘর করা হয়েছে। মানিকচক ঘাট সহ রাস্তার বিভিন্ন জায়গায় করা হবে মেডিকেল ক্যাম্প। এদিন মানিকচক ঘাটের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী, মানিকচক থানার আইসি সুবীর কর্মকার, ব্লক স্বাস্থ্য আধিকারিক অভীক শঙ্কর কুমার সহ অন্যান্যরা। 


    বিডিও বলেন, পুণ্যার্থীদের সমস্ত রকম সুবিধার ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মানিকচকের গঙ্গা নদীতে নজরদারি চালাবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। 


    মানিকচক থানার পক্ষ থেকে অতিরিক্ত পুলিস মোতায়েনের কথা বলা হয়েছে। উপস্থিত থাকবেন জেলা পুলিসের আধিকারিকও। মানিকচক ঘাটের রাস্তায় বুধবার সমস্ত বড় ধরনের যানবাহন বন্ধ রাখা হবে।
  • Link to this news (বর্তমান)