• শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে চোপড়ার স্কুলে বিক্ষোভ
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, চোপড়া: স্কুলের সহকারী প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। মঙ্গলবার ঘটনাটি ঘটে চোপড়ার সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাইস্কুলে। আগেও ওই শিক্ষককে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন। প্রাক্তন ছাত্রীকে শ্বশুড়বাড়ি থেকে তুলে আনার অভিযোগ উঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের বাইরে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে সরিয়ে দেওয়া এবং প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিতে আগেই অভিভাবকরা প্রধান শিক্ষককের কাছে স্মারকলিপি দেন। মাধ্যমিক পরীক্ষা চলছে। তাই পরীক্ষা শেষে অভিভাবক সহ স্থানীয়রা বিক্ষোভ দেখান। স্থানীয়দের দাবি, ওই শিক্ষককে দ্রুত এই স্কুল থেকে বের করে দেওয়া হোক। স্কুলের প্রধান শিক্ষক ধ্রুব তিওয়ারি জানিয়েছেন, এরকম একটি ঘটনা ঘটেছে।  পুলিস ওই শিক্ষককে বেরোতে সাহায্য করেছে। অভিযুক্ত সোনাপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক রবি সরকার বলেন, এদিন তিনি স্কুলে আসলে কয়েকজন অভিভাবক বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছিল। পরে পুলিসি সহযোগিতায় স্কুল থেকে বেরিয়েছি। ওই শিক্ষকের দাবি, একটি গুজবকে কেন্দ্র করে অভিভাবকরা তাকে হেনস্থা ও স্কুলে আসতে বাধা দেওয়ার চেষ্টা করছে।
  • Link to this news (বর্তমান)