• জেইই-মেইনের ফল, রাজ্যে প্রথম দেবদত্তা
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • নয়াদিল্লি: প্রকাশিত হল জেইই-মেইনের রেজাল্ট। সর্বোচ্চ নম্বর পেয়েছেন ১৪ জন পড়ুয়া। তাঁদের মধ্যে পাঁচজনই রাজস্থানের। মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এই খবর জানিয়েছে। ৯৯-এর বেশি স্কোর করে রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ছাত্রী দেবদত্তা মাঝি। তিনি ২০২৩ সালের মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী।


    চলতি বছরে জেইই-মেইনের প্রথম ধাপে অংশ নিয়েছিলেন সাড়ে বারো লক্ষের বেশি পড়ুয়া। দেশের ১৫টি শহরে ১৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল। আগামী এপ্রিল মাসে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হওয়ার কথা। দু’ধাপে নির্বাচিত পরীক্ষার্থীরা জেইই-অ্যাডভান্সডে বসার সুযোগ পাবেন। সেখানে উত্তীর্ণ হলেই মিলবে দেশের ২৩টি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি)-তে ভর্তির সুযোগ। 
  • Link to this news (বর্তমান)