শবে বরাত নিয়ে টানা চারদিন ছুটি রাজ্য সরকারি কর্মীদের
বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শবে বরাত উপলক্ষ্যে আগামী কাল, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিনটির ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। এর ফলে শনি ও রবিবার নিয়ে সপ্তাহের শেষে টানা চারদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আগে শবে বরাত উপলক্ষ্যে শুক্রবারই ছুটি দিয়েছিল রাজ্য সরকার। মঙ্গলবার অর্থদপ্তর এক বিজ্ঞপ্তি মারফত জানিয়েছে, শবে বরাত শুক্রবারের বদলে বৃহস্পতিবার পালিত হবে বলে এখন খবর পাওয়া যাচ্ছে। তাই এই উপলক্ষ্যে দেওয়া ছুটির দিনটির পরিবর্তন করা হল। বৃহস্পতিবার ও শুক্রবারের ছুটি সরকারি অফিস ছাড়াও পুরসভা-পঞ্চায়েতের মতো স্থানীয় সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি জায়গায় কার্যকর হবে। প্রশাসনিক নির্দেশে এই দু’দিনের ছুটি দেওয়া হয়েছে। এনআই অ্যাক্টে ছুটি দেওয়া হলে তা রাজ্য সরকারি অফিস ছাড়াও ব্যাঙ্ক এবং অনেক বেসরকারি সংস্থায়ও কার্যকর হয়।