বাংলাদেশে অস্থির পরিস্থিতি, পেট্রাপোল সীমান্তে ভাষা দিবসের অনুষ্ঠান অনিশ্চিত
বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পেট্রাপোল সীমান্তে ভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সীমান্তে অনুষ্ঠান নিয়ে দু’দেশের মধ্যে এখনও কোনও আলোচনা হয়নি। ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত, বনগাঁ পঞ্চায়েত সমিতি ও বনগাঁ পুরসভার উদ্যোগে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি পেট্রাপোল সীমান্তে আড়ম্বরে ভাষা দিবসের অনুষ্ঠান হয়। উল্টোদিকে বেনাপোল সীমান্তেও বাংলাদেশের পক্ষ থেকে দিনটি পালিত মর্যাদার সঙ্গে এতদিন পালিত হতো। দু’দেশের অতিথিরা জিরো পয়েন্টে শহিদ বেদিতে মাল্যদান করতেন। তবে এবার অন্য পরিস্থিতি। এই অবস্থায় বেনাপোলে ভাষা দিবস পালিত হবে কি না, সন্দেহ। তবে এপারে অন্যান্য বছরের মতো ভাষা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে বনগাঁ পঞ্চায়েত সমিতি ও ছয়ঘরিয়া পঞ্চায়েত। আলাদা করে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাবে বনগাঁ পুরসভাও।
অতীতে ভাষা দিবসে দুই বাংলা এক হয়ে যেত। ২১ ফেব্রুয়ারি কিছু সময়ের জন্য খুলে দেওয়া হতো দু’দেশের গেট। দুই বাংলার মানুষ শুভেচ্ছা বিনিময় করতেন। একটাই মঞ্চ হতো। সেখানে ভারত ও বাংলাদেশের অতিথিরা উপস্থিত থাকতেন। তবে নিরাপত্তার স্বার্থে গত কয়েক বছর ভাষা দিবসের অনুষ্ঠানে সেই ছবি দেখা যায়নি। দু’দেশের পক্ষ থেকে আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হতো। দু’দেশের কয়েকজন অতিথি জিরো পয়েন্টে শহিদ বেদিতে মাল্যদান করলেও সাধারণ মানুষকে যেতে দেওয়া হতো না। কড়াকড়ির বাঁধনে তখনই ভাষা দিবসের জৌলুস কিছুটা কমেছিল। এবছর পুরোটাই হারিয়ে যাওয়ার আশঙ্কা।
বনগাঁ শহরে পালিত হবে অমর একুশে। বনগাঁ পুরসভার উদ্যোগে ভাষা দিবস উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ভাষা শহিদ বেদিতে শ্রদ্ধা জানাবেন বিশিষ্টরা। এ বিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘সীমান্তে বর্তমান পরিস্থিতিতে কোনও অনুষ্ঠান করা সম্ভব নয়। তবে আমরা শহরে ভাষা দিবস পালন করব।’ বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে ভাষা দিবসের অনুষ্ঠান নিয়ে কোনও আলোচনার প্রস্তাব আসেনি। আমরা নিজেরাই দিনটি উদযাপন করব।’ ফাইল চিত্র