• শর্তের গেরো, মোদির বিশ্বকর্মা যোজনায় বঞ্চিত বহু,  পাল্টা প্রকল্পের সুবিধায় চ্যালেঞ্জ রাজ্যের  
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: কারিগর ও একেবারে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিতে এবং দক্ষতা বৃদ্ধিতে উৎসাহ দান করতে ২০২৩ সালে বিশ্বকর্মা প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রকল্পে আবেদন জমা পড়েছে ২ কোটি ৬৬ লক্ষ। এমএসএমই মন্ত্রকের আওতাভুক্ত এই স্কিমে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন পেয়েছেন সাড়ে ২৭ লক্ষ মানুষ। অর্থাৎ আবেদেন ও প্রকল্পের সুবিধা পাওয়ার মধ্যে যে বিস্তর ফারাক থেকে গিয়েছে, তা মানছে সংশ্লিষ্ট মহল। এদিকে কেন্দ্রের এই স্কিম রাজ্য সরকার বাংলায় চালু করার অনুমতি না দেওয়ায়, তা নিয়ে সরব হয়েছে বিজেপির একাংশ। রাজ্যের প্রশাসনিক কর্তারা দাবি করেছেন, কারিগর ও উ঩দ্যোগপতিদের জন্য রাজ্য সরকারও একটি আর্থিক সুবিধা প্রকল্প ঘোষণা করেছে। তার নাম ফিনান্সিয়াল বেনিফিট স্কিম। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ঘোষিত ওই প্রকল্পে যে পরিষেবা ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, তা কেন্দ্রের তুলনায় কয়েকগুণ বেশি। 


    কেন্দ্রীয় সরকার যে প্রকল্প ঘোষণা করে, সেখানে মোট ১৮টি ক্ষেত্রের কারিগর ও ক্ষুদ্র উদ্যোগপতিদের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। সেই তালিকায় আছে ছুতোর, স্বর্ণকার, কর্মকার, নৌকা প্রস্তুতকারী ব্যক্তি, কুমোর, রাজমিস্ত্রি, মালাকার, পোশাক শিল্পী, মাছ ধরার জাল প্রস্তুতকারক ব্যক্তি প্রভৃতি। এরাজ্যের ওই কারিগরদের জন্যই আলাদা প্রকল্প ঘোষণা করে রাজ্য সরকার। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের আওতায় ঘোষিত এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কর্তারা। তাঁদের কথায়, কেন্দ্রীয় সরকার যে প্রকল্প ঘোষণা করেছে, সেখানে সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা অনেকটাই বেশি। কারণ, স্কিমের সুবিধা কে পাবে, তার বিচার করতে তিনটি ধাপ পেরতে হবে আবেদনকারীকে। তার প্রথম ধাপে আবেদনকারী নির্বাচন করবে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নামাঙ্কিত যোজনায় যেসব শর্ত আরোপ করা হয়েছে, তা যথেষ্ট কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আপত্তি সেই জায়গাতেই, দাবি করেছেন দপ্তরের কর্তারা। 


    তাঁদের কথায়, রাজ্য সরকার যে প্রকল্প ঘোষণা করেছে, তা অনেক বেশি স্বচ্ছ। সবচেয়ে বড় কথা, কেন্দ্রের তুলনায় রাজ্যের প্রকল্পগুলির আর্থিক সুবিধা অনেকটাই বেশি। এখানে ব্যক্তিগতভাবে এক লক্ষ টাকার উপর সুবিধা পাবেন সাধারণ মানুষ। কেন্দ্রে তা অনেক কম। তাঁদের বক্তব্য, এরাজ্যে বিশ্বকর্মা যোজনা চালু না-হওয়ায় যাঁরা আক্ষেপ করছেন, তার কোনও বাস্তব ভিত্তি নেই। - ফাইল চিত্র  
  • Link to this news (বর্তমান)