নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতিবেশীর সম্মতি ছাড়া বাড়ির আবাসিক অংশের ভিতরে সিসি ক্যামেরা লাগানো ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রতিবেশীর বিরুদ্ধে অনৈতিকভাবে সিসি ক্যামেরা বসানোর অভিযোগ করেছিলেন এক ব্যক্তি। সেই মামলার শুনানির পর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয়কুমারের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রতিটি মানুষেরই জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে। তা কোনও মতেই কারও দ্বারা লঙ্ঘন করা যায় না। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার মানুষের মৌলিক অধিকার, তা বজায় রাখা জরুরি। আবেদনকারীর অভিযোগ, প্রতিবেশী এমনভাবে সিসি ক্যামেরা বসিয়েছেন, যার মাধ্যমে শোয়ার ঘর ও অন্যান্য অংশে নজরদারি রাখা যাচ্ছে। তবে অভিযুক্ত প্রতিবেশীর আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলের বাড়িতে প্রয়াত গোরাচাঁদ মল্লিক এবং তাঁর উত্তরসূরীদের রেখে যাওয়া মূল্যবান কিছু সম্পদ রয়েছে। তাই সিসি ক্যামেরা বসানো হয়েছে। তবে শেষপর্যন্ত আবেদনকারীর অভিযোগকেই মান্যতা দিয়েছে ডিভিশন বেঞ্চ।