নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার বিকেলে নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, তাঁদের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে কথাবার্তা হয়। রাজ্য বাজেট পেশের আগের দিন নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। রাজ্যে একটি বড় মাপের লৌহ ইস্পাত কারখানা গড়ার জন্য উদ্যোগী হওয়ার কথা সৌরভ আগেই ঘোষণা করেছেন। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ওই কারখানার জন্য জমি বরাদ্দ করতে সরকারি তৎপরতা শুরু হয়েছে। কয়েকদিন আগে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনেও যোগ দেন প্রাক্তন ভারত অধিনায়ক (ক্রিকেট)। তিনি মঞ্চে ছিলেন এবং ভাষণও দেন।