নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রিষড়ার যুবক অভিষেক পাশোয়ানের খুনের ঘটনায় তাঁর বন্ধু তথা প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করল রিষড়া থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুজল সাউ। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস।
জানা গিয়েছে, রেশনের দোকানে কাজের সুযোগ নিয়ে বিবাদের জেরেই প্রতিবেশী তথা বন্ধু অভিষেককে খুন করেছিলেন সুজল। পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্যই ওই খুনের পরিকল্পনা। এনিয়ে চন্দননগর কমিশনারেটের ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস বলেন, প্রথম থেকেই আমাদের ওই যুবককে সন্দেহ ছিল। কিন্তু নির্দিষ্ট প্রমাণ ছিল না। প্রায় ২৮ দিনের মাথায় নির্দিষ্ট কিছু প্রমাণ হাতে পাওয়ার পরই আমরা পদক্ষেপ করেছি। ধৃত সমস্ত বিষয় স্বীকার করেছে।
জানুয়ারি মাসের শুরুর দিকেই খুন হন কলেজ পড়ুয়া অভিষেক। তিনি একটি রেশন দোকানে কাজ করতেন। পাশাপাশি, রেকর্ড কার্ড সংক্রান্ত পরিষেবা দিয়ে অর্থ উপার্জন করতেন। দরিদ্র পরিবারের ওই যুবকের খুনকে ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত পুলিস মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল। পুলিস সূত্রে জানা গিয়েছে, সুজল একটি কাজ খুঁজছিল। তখন অভিষেকের কলেজের পরীক্ষা থাকায় তিনি কয়েকদিনের জন্য সুজলকে তাঁর বদলে কাজের সুযোগ দেন। অভিষেকের পরীক্ষা শেষ হয়ে গেলে, তাঁর কাজ থাকবে না, এটিই সুজলকে অস্থির করেছিল। -নিজস্ব চিত্র