• গড়চুমুক চিড়িয়াখানায় পড়ুয়াদের  নিয়ে বিশ্ব জলাভূমি দিবস পালন
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: বাগনান ২ নম্বর ব্লকের ছয়ানি গুজরাত নিউ সেট আপ আপার প্রাইমারি স্কুলের বিদিশা মাইতি, রিম্পা খাঁড়া, রুদ্রনীল ঘোষেদের কাছে মঙ্গলবারটা ছিল একটু আলাদা। এর আগে তারা গড়চুমুক চিড়িয়াখানার প্রাণীদের কথা শুনেছিল। কিন্তু এতদিন সামনে থেকে তাদের দেখার সুযোগ হয়নি। তাই এদিন চিড়িয়াখানায় ঢুকে হরিণ, নীলগাই, বাঘরোল, পাইথন, এমু সহ বিভিন্ন প্রাণী দেখে আত্মহারা তারা।


    এদিন ওই স্কুলের ৫০ জন ছাত্রছাত্রী চিড়িয়াখানায় এসে মনের সুখে ঘুরে বেড়িয়েছে। মুলত ফেব্রয়ারি মাসটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাঘরোল বা মেছো বিড়াল সংরক্ষণ মাস হিসেবে পালিত হয়। পাশাপাশি ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালিত হয়। তাই সারা মাস জুড়ে জলাভূমি, পরিবেশ ও মেছোবিড়াল সংরক্ষণের একাধিক কর্মসূচি পালন করা হয়। সেই মতো মঙ্গলবারই ওই স্কুলপড়ুয়াদের নিয়ে গড়চুমুক চিড়িয়াখানায় বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়। খাঁচার সামনে নিয়ে গিয়ে পড়ুয়াদের বিভিন্ন পশুপাখি সর্ম্পকে সচেতন করা হয়।


    গড়চুমুক চিড়িয়াখানার ভারপ্রাপ্ত রেঞ্জার তাপস দেব ছাত্রছাত্রীদের বিভিন্ন গাছ, ফুল ও প্রাণী বিষয়ে সচেতন করেন। অন্যদিকে মেছো বিড়াল, বনবিড়াল, সাপ, কাছিম নিয়ে ছাত্রছাত্রীদের অবহিত করেন একাধিক পরিবেশপ্রেমী। রেঞ্জার তাপস দেব জানান, এখানে ৫০ ধরনের পশুপাখি আছে। আগামী দিনে আরও পশুপাখি আসার কথা চলছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)