• তুলসিবেড়িয়ায় ১১ লক্ষ টাকা  ব্যয়ে তৈরি হল শিশু উদ্যান
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: এলাকার শিশুদের খেলাধুলো ও মনোরঞ্জনের জন্য উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের শ্রীরামপুর মৌজায় একটি শিশু উদ্যান তৈরি করল তুলসিবেড়িয়া গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর, শিশু উদ্যানটি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ১১ লক্ষ টাকা। ইতিমধ্যেই উদ্যানটি শিশুদের জন্য খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, এলাকায় শিশু উদ্যান হওয়ায় খুশি আট থেকে আশি। তুলসিবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সুমদা, তুলসিবেড়িয়া, মহিষরেখায় শিশুদের খেলার জন্য তিনটি শিশু উদ্যান থাকলেও শ্রীরামপুর মৌজায় কোনও শিশু উদ্যান ছিল না। সেকারণে শ্রীরামপুর মৌজায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে এই শিশু উদ্যান নির্মাণের সিদ্ধান্ত নেয় গ্রাম পঞ্চায়েত। 


    গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর, এখানে শিশুদের মনোরঞ্জনের জন্য সব রকম ব্যবস্থা থাকছে। তুলসিবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিন মোল্লা বলেন, সুমদায় একটি শিশু উদ্যান থাকলেও সেটি ভগ্নপ্রায় ছিল। সেটি সংস্কার করার পাশাপাশি আরও তিনটি নতুন শিশু উদ্যান তৈরি করা হয়েছে। আগামী দিনে প্রয়োজনে এমন শিশু উদ্যান আরও করা হবে। অন্যদিকে, উলুবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষে মালেকা খাতুন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, এটা তারই একটি নিদর্শন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)