• বাংলাদেশি ছাত্রের হাত থেকে  ডলার ছিনিয়ে গ্রেপ্তার দুষ্কৃতী
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে ভারতে এসে ছিনতাইয়ের শিকার এক বাংলাদেশি ছাত্র। বাড়ি ফেরার সময় পেট্রাপোল সীমান্তে এক দুষ্কৃতী তাঁর কাছ থেকে ডলার ছিনিয়ে নেয় বলে অভিযোগ। অভিযুক্তকে সোমবার গ্রেপ্তার করেছে পেট্রাপোল থানার পুলিস। ধৃতের নাম আপন মণ্ডল। পেট্রাপোল থানা এলাকারই বাসিন্দা তিনি। মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে বাংলাদেশের বাসিন্দা অমিত মুখোপাধ্যায় স্টুডেন্টস ভিসা নিয়ে এদেশে আসেন। শিবাজি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শেষ করে রবিবার তিনি বাড়ি ফিরছিলেন। পেট্রাপোল সীমান্তে একটি মুদ্রা বিনিময় কেন্দ্রে ডলার ভাঙাতে যাচ্ছিলেন তিনি। তখন এক দুষ্কৃতী তাঁর হাত থেকে ৩০০ ডলার কেড়ে নিয়ে চম্পট দেয়। এরপরই পেট্রাপোল থানায় অভিযোগ দায়ের করেন ওই বাংলাদেশি। ঘটনার তদন্তে নেমে পেট্রাপোল থানার পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।


    অন্যদিকে, জাল ওয়ারিশন সার্টিফিকেট বানিয়ে কোটি টাকার সম্পত্তি হাতানোর চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পেট্রাপোল থানার পুলিস। ধৃতের নাম কানাই সরকার। জয়ন্তীপুরের বাসিন্দা তিনি। বাকিদের খোঁজ চলছে। সোমবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ১৭ জানুয়ারি ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে এনিয়ে একটি লিখিত অভিযোগ জানান স্থানীয় এক ব্যক্তি।
  • Link to this news (বর্তমান)