• অবশেষে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা পেল সিবিআই
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসুস্থতার কারণে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আইনি প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছিল। সিবিআই বিষয়টি নিয়ে আদালতে উদ্বেগও প্রকাশ করে। অবশেষে মঙ্গলবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে একজন বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। ‘কাকু’র কৌঁসুলি সোমনাথ সান্যাল বলেন, ‘৪৫ মিনিট ধরে চলে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ। শেষ হলে তাঁকে পুনরায় প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়।’ 


    আদালত সূত্রে জানা গিয়েছে, ওই নমুনা পাঠিয়ে দেওয়া হবে ফরেন্সিক পরীক্ষাগারে। সেখান থেকে রিপোর্ট আসার পর তা পেশ করা হবে আদালতে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সম্ভব হওয়ায় স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ‘গতি’ আসবে বলে দাবি সিবিআইয়ের। এর আগে ‘কাকু’র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেশ কয়েকবার ভর্তি করাতে হয় প্রেসিডেন্সি জেল হাসপাতালে। এই মর্মে জেল থেকে রিপোর্ট পাঠানোও হয়। মাঝে তাঁকে ভর্তি করা হয়েছিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালেও। সেখানে বেশ কয়েকদিন থাকার পর তাঁকে ফিরিয়ে আনা হয় জেলে। সব মিলিয়ে বারবার থমকে যায় ওই আইনি প্রক্রিয়া। সমস্ত জটিলতা কাটিয়ে এদিন সকালে সুজয়কৃষ্ণকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। সিবিআই আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সিবিআইয়ের কৌঁসুলি আদালতে বলেন, ‘যেহেতু উনি (অভিযুক্ত) কোর্টে হাজির হয়েছেন, তাই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আইনি প্রক্রিয়া শুরু করা হোক।’ এরপরই বিচারকের উপস্থিতিতে নেওয়া হয় কণ্ঠস্বরের নমুনা। হাঁফ ছেড়ে বাঁচে সিবিআই!
  • Link to this news (বর্তমান)