নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সওয়া ন’লক্ষ টাকা বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণার মামলায় হাওড়ার ২৩৭/৭ শরৎ চ্যাটার্জি রোডের বাড়ি থেকে সোমবার রাতে অভিযুক্ত সৌম্য মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে লালবাজার। গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজারহাট থেকে ধৃত অভিষেক তেওয়ারি এবং তিস্তা সেনকে জিজ্ঞাসাবাদ করেই সৌম্যর নাম জানতে পারেন সাইবার থানার গোয়েন্দারা। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ‘সৌম্য মিউল অ্যাকাউন্ট ভাড়া দিতেন।’ এই নিয়ে এই মামলায় মোট ন’জনকে গ্রেপ্তার করল লালবাজার। জানা গিয়েছে, ধৃতরা আমেরিকান ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক এবং সেবির নাম করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলত। সৌম্যর কাছ থেকে ১৮টি চেকবই, ১১টি সিমকার্ড, একটি রাবার স্ট্যাম্প ও দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।