• আজ বিধানসভায় পেশ রাজ্য বাজেট
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: আর্থ–সামাজিক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর জন্য আয় বৃদ্ধির সুলুক সন্ধানের কথা মাথায় রেখেই আজ, বুধবার বিধানসভায় ২০২৫–২৬ অর্থবছরের জন্য রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

    আগামী বছর বিধানসভা ভোটের আগে এটা রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। রাজ্যে লগ্নি আকর্ষণের জন্য ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’–এর মতো জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে বারে বারেই তুলে ধরছে রাজ্য।

    পাশাপাশি, রাজ্যের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে নতুন পরিকাঠামো তৈরিতেও জোর দিচ্ছে সরকার। এই দুইয়ের প্রয়োজন মেটাতে বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করাই অর্থমন্ত্রীর কাছে চ্যালেঞ্জ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    কারণ, এসজিএসটি ও আবগারি খাতে আদায় ছাড়া অন্য সব খাতে রাজ্যের নিজস্ব কর সংগ্রহ ২০২২–২৩ সালের তুলনায় ২০২৩–২৪ অর্থবছরে কমেছে। যা ২০২৪–২৫ সালেও অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

    অন্য দিকে, ‘স্বাস্থ্য সাথী’, ‘বাংলার বাড়ি’–র মতো প্রকল্পে বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন। তার জন্য সরকার কী পদক্ষেপ করে, সে দিকে নজর সবার।

  • Link to this news (এই সময়)