এই সময়, গোয়ালপোখর: মোবাইল নিয়ে ধরা পড়ায় মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ১ নম্বর ব্লকের নন্দঝার আদিবাসী তফশিলি উচ্চ বিদ্যালয়ে চার পড়ুয়ার পরীক্ষা বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। এই চার জন গোয়ালপোখরের লোধন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
অভিযোগ, স্কুলের পিছন থেকে মোবাইল সংগ্রহ করে ওই চার পরীক্ষার্থী। সেই মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে গৃহশিক্ষকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেই গৃহশিক্ষক আবার মোবাইলের মাধ্যমে উত্তরপত্রও পাঠিয়ে দেয়।
শিক্ষকরা মোবাইল–সহ চার পড়য়াকে ধরে ফেলে। তারপরই তাদের মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে গোয়ালপোখর থানায় অভিযোগ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার রুমা দাস বলেন, ‘ওরা প্রথমে মোবাইল নিয়ে স্কুলে ঢোকেনি। ক্লাস রুমে ঢোকার আগে কেউ বা কারা দেওয়ালের ও পার থেকে ওদের হাতে মোবাইল দেয়। পরীক্ষা শেষ হওয়ার আগের মুহূর্তে আমি একজনকে মোবাইল সমেত হাতেনাতে ধরে ফেলি। ওকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনের থেকে মোবাইল পাই।’
জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মুরারীমোহন মণ্ডল বলেন, যারা মোবাইল সমেত ধরা পড়েছে তারা পর্ষদের নিয়ম অনুযায়ী এ বছর মাধ্যমিকে আর কোনও পরীক্ষা দিতে পারবে না।। স্কুল কর্তৃপক্ষ ওদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে।’