• জেলবন্দি থাকার সময়ে মেডিক্যাল বিল পাবেন মানিক
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি থাকার সময়ে চিকিৎসা করাতে মানিক ভট্টাচার্যের যে খরচ হয়েছে তা বিধানসভা থেকে পেয়ে যাবেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক।

    তবে বন্দি থাকার সময়ে বিধায়ক হিসেবে বেতন তিনি পাবেন কি না, তা নিশ্চিত নয়। নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে কয়েক মাস আগে জামিনে মুক্তি পান মানিক। বন্দি থাকার সময়ে তাঁর যে চিকিৎসা হয়েছিল, এমন একাধিক বিল তিনি পরবর্তী সময়ে বিধানসভায় জমা দেন।

    নিয়ম অনুযায়ী সেই চিকিৎসার খরচের বিল বিধানসভায় জমা দিলে তা পরীক্ষা করে সংশ্লিষ্ট বিধায়ককে টাকা ফেরত দেওয়া হয়। কিন্তু মানিক যেহেতু বন্দি ছিলেন তাই তাঁর চিকিৎসার খরচের বিল বিধানসভায় জমা দেওয়ার পরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের সঙ্গে কথা বলেন।

    প্রেসিডেন্সির সুপার জানিয়েছেন, মানিকের চিকিৎসায় কিছু ওষুধ জেল হাসপাতালের বাইরে থেকে আনতে হয়েছে। মেডিক্যাল বিল ছাড়াও বন্দি থাকার সময়ে বিধায়ক হিসেবে তাঁর বেতনের টাকা চেয়েও আর্জি জানিয়েছেন তৃণমূলের এই বিধায়ক।

    মানিকের এই আর্জি নিয়ে বিধানসভার অধ্যক্ষ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ গ্রহণ করেছেন বলে বিধানসভা সূত্রের খবর।

    সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে এজি অধ্যক্ষকে জানিয়েছে,বন্দি থাকার সময়ে বিধায়ক হিসেবে বেতন পেতে পারেন না কোনও বিধায়ক। যদিও মানিক মঙ্গলবার অধ্যক্ষের কাছে গিয়ে পাল্টা কিছু আইনি যুক্তি খাড়া করেছেন।

    এই পরিস্থিতিতে অধ্যক্ষ এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি। এই বিষয়ে অধ্যক্ষের রুলিংয়ের উপরে জ্যোতিপ্রিয় মল্লিক, জীবনকৃষ্ণ সাহা–র বেতন পাওয়া না–পাওয়ার বিষয়টিও নির্ভর করছে। এই দুই বিধায়কও দীর্ঘদিন বন্দি ছিলেন।

  • Link to this news (এই সময়)