শহরে চলছে শীতের লুকোচুরি খেলা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে একাধিক জেলায় তাপমাত্রা ফের নিম্নমুখী হতে পারে। যদিও কলকাতায় আর নতুন করে ঠান্ডা পড়ার পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে বুধবার থেকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তুষারপাতও হতে পারে শৈল শহর দার্জিলিঙে।
বর্তমানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা উপরে। শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। তবে জেলায় শীতের আমেজ ফিরলেও শহরে কার্যত শীত উধাও। কলকাতার পারদ আর নতুন করে নামার সম্ভাবনা নেই। মহানগরে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ২১.৮ ডিগ্রিতে। দিনের তাপমাত্রা মঙ্গলবার পৌঁছে গিয়েছিল ২৯.১ ডিগ্রিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯৩ শতাংশ।
এ দিকে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিঙে হাল্কা তুষারপাতের সামান্য সম্ভাবনাও রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবেই তাপমাত্রার এই হেরফের হচ্ছে। রাজ্যে ঢুকছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। এর ফলে কুয়াশা বাড়বে। বুধবার সকাল থেকেই ঘন কুয়াশা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আংশিক মেঘলা রয়েছে আকাশ। বেলা গড়ালে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে কুয়াশার দাপটে কমেছে দৃশ্যমানতা। বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা নেমেছে ২০০ মিটারের নীচে। বৃহস্পতিবারও দুই থেকে তিন জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।