• দোকানের কাজ ছাড়তে না চেয়ে বন্ধুকে খুন তরুণের
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: রেশন দোকানে কাজ করা নিয়ে অশান্তি। আর তার জেরেই আক্রোশ বশত খুন। কলেজ ছাত্র অভিষেক পাসোয়ান (২২) খুনে তারই প্রতিবেশী, বন্ধু সুজল সাউকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের বাড়ি রিষড়া থানার বিএল মুখোপাধ্যায় রোডে। তাকে মঙ্গলবার শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। খুনে ব্যবহৃত ছুরি উদ্ধারে ঘটনার পুনর্নিমাণ করবে রিষড়া থানার পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক নিজে যে রেশন দোকানে কাজ করত, কিছু দিনের জন্য ওই দোকানেই বন্ধু সুজলকে কাজ দিয়েছিল সে।কিন্তু রেশন দোকানে সুজলের কাজের মেয়াদ শেষ হতেই অভিষেক তাকে জানিয়ে দেয়, দোকানে তার প্রয়োজন নেই।

    সেইসঙ্গে বন্ধুকে কাজ করিয়ে টাকাও দেয়নি অভিষেক। তাতেই বিপত্তি বাধে। সুজল পাল্টা অভিষেককেই রেশন দোকানের কাজ ছেড়ে দিতে বলে। তার জায়গায় নিজেই ওই দোকানে কাজ চালিয়ে যেতে গোঁ ধরে সে। এই নিয়ে দুই বন্ধু অভিষেক ও সুজলের মধ্যে তুমুল অশান্তি হয়। তার জেরেই আক্রোশ বশত অভিষেককে ছুরি দিয়ে খুন করে সুজল।

    অভিষেক খুনের পরেই ঘটনার চন্দননগর মহকুমার গোয়েন্দা শাখা ও রিষড়া থানার পুলিশ যৌথ তদন্ত শুরু করে। ঘটনার দিন বিএল মুখোপাধ্যায় রোড ও মৃতের বাড়ি–লাগোয়া সিসিটিভি ফুটেজে সুজলকে দেখে তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদও করেন। আপাত নিরীহ স্বভাবের সুজল পুলিশি জেরায় মিথ্যে বলে। ওই সিসিটিভি ফুটেজে জনৈক ব্যক্তির হদিশ পায় পুলিশ। সেই ব্যাক্তি ঘটনার দিন অভিষেক ও সুজলকে বিএল মুখোপাধ্যায় রোডে একসঙ্গে শেষ বারের মতো দেখেছিলেন বলে দাবি করেন।

    ওই দিনের প্রত্যক্ষদর্শীর বক্তব্য থেকেই পুলিশ খুনের মামলার লিড পায়। সেই সূত্র ধরে সুজলকে ফের জেরা করতেই সে খুনের কথা স্বীকার করে নেয়। পুলিশকে জানায়, তার রেশন দোকানের কাজ ভালো লেগে গিয়েছিল। কাজ ছাড়তে চায়নি সে। কিন্তু অভিষেক তাকে ছাড়িয়ে দেয়।এমনকী, প্রাপ্য মজুরির টাকাও দেয়নি। এর প্রতিশোধ নিতেই সে বন্ধুকে খুন করে।

    ঘটনার দিন রেশন দোকানের কাজ সেরে দু’জন একসঙ্গে বাড়ি ফিরছিল। তখন রিষড়া মেলা চলায় এলাকা শুনশান ছিল। পাড়া–মহল্লা ফাঁকা থাকার সুযোগ নিয়েই বাড়ির সামনে অভিষেককে পেটে ও পাঁজরে ছুরি ঢুকিয়ে খুন করে সুজল। বন্ধুকে খুনের পর পুলিশের চোখে ধুলো দিতে খুনির শাস্তি চেয়ে অভিষেকের বাড়ির লোকের সঙ্গে আওয়াজও তুলেছিল।

    গত ১৪ জানুয়ারি ভর সন্ধ্যায় রিষড়া সন্ধ্যাবাজার লাগোয়া সুগলি গলিতে খুন হন কলেজ পড়ুয়া অভিষেক পাসোয়ান। বাড়ি থেকে দু’শো মিটার দূরে ছুরিবিদ্ধ, রক্তাক্ত অভিষেককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।সঠিক কোনও তথ্য–প্রমাণ না মেলায় এত দিন সুজলের নাগাল পায়নি পুলিশ।

    সোমবার রাতে রিষড়া পিএল মুখোপাধ্যায় রোড থেকে সুজলকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় কাউন্সিলর মনোজ সাউ বলেন, ‘আমরা প্রথম থেকেই খুনে ন্যায়বিচারের দাবি করেছিলাম। ছাত্র খুনের ঘটনা খুবই স্পর্শকাতর বিষয়। পুলিশ সচেতন ভাবে তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।’

    মৃতের দিদি কবিতা পাসোয়ান বলেন, ‘আমরা খুনির ফাঁসি চাই।’ চন্দননগরের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান, ঘটনার দিন সন্ধ্যায় ওই যুবকের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতে গিয়েও তার কথায় বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। পরে নিজেই অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত।

  • Link to this news (এই সময়)