• ব্যস্ত দিনের শুরুতেই বিপদ, শিয়ালদা স্টেশনে নৈহাটি লোকালে আগুন, আতঙ্ক যাত্রীদের মধ্যে
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারের ট্রেন দুর্ঘটনার ২৪ ঘণ্টাও কাটেনি এরই মাঝে ফের অঘটন। শিয়ালদহ স্টেশনে নৈহাটি লোকালে লাগল আগুন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

    সূত্রের খবর, ভোর ৪টে ৮ মিনিটে শিয়ালদহ স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ নৈহাটি লোকাল। হঠাৎই ট্রেনটি প্রথম বগি থেকে আগুন নজরে আসে। জানা গিয়েছে, প্রথম কামরার উপরে থাকা প্যান্টোগ্রাফ ওভারহেড তার স্পর্শ করতেই আগুনের ফুলকি দেখা যায়। হইচই পড়ে যায় স্টেশন চত্বরে। বিপদ এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই। খুব ভোরের দিকে ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় কারশেডে। বিকল্প রেক এনে ৪টে ১৯ মিনিটে নৈহাটির উদ্দেশ্যে প্রথম ট্রেন শিয়ালদহ থেকে রওনা দেয়।

    এই বিষয়ে শিয়ালদহ ডিভিশনের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, পাঁচ নম্বর প্ল্যাটফর্মে একটি রেক দাঁড় করানো ছিল। সকাল ৪টে ৮ মিনিটে রেকের পিছনদিকের (শিয়ালদহের দিকে) প্যান্টোগ্রাফে আগুনের ফুলকি ও ধোঁয়া দেখা যায়। রেকটাকে এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারশেডে নিয়ে যাওয়া হয়। রেকটা নৈহাটি বা অন্য কোনও রেক নয়। পরে হয়ত কোনও লোকাল হত। ঘটনায় সকাল ৪টে ৮ থেকে ৪টে ১৯ মিনিট পর্যন্ত পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কোনও ট্রেন চলেনি।

    প্রসঙ্গত, মঙ্গলবার ট্রেন দুর্ঘটনা ঘটেছে কোচবিহারে। বামনহাট স্টেশনে ট্রেনের ইঞ্জিন জোড়ার সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। আহত হন শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রীরা। ওই ঘটনায় দুই শিশু সহ মোট ৬ জন যাত্রী আহত হয়েছেন। প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিটি ইঞ্জিনের ধাক্কায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। 
  • Link to this news (আজকাল)