লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে? ভোটের আগে আজ শেষ পূর্ণাঙ্গ বাজেট, কী কী চমক দেবে মমতা সরকার?
আজ তক | ১২ ফেব্রুয়ারি ২০২৫
বছর ঘুরলেই বাংলায় বাজবে ভোটের দামামা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বুধবার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিকেল ৪টেয় বিধানসভায় বাজেট পেশ করবেন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছাব্বিশের ভোটের কথা মাথায় রেখে এবার বাজেটে একগুচ্ছ চমকপ্রদ ঘোষণা করতে পারে রাজ্য সরকার, এমন জল্পনাই দানা বেঁধেছে। বিশেষ করে, জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয় কি না, সেদিকে বিশেষ নজর থাকছে রাজনৈতিক মহলের। বাজেটে আর কী কী চমক দেয় মমতার সরকার, সেদিকেও নজর থাকছে সকলের।
সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ানো হয় কি না, সেদিকেও তাকিয়ে সকলে। ছাব্বিশের নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে আম আদমির জন্য বড় কিছু ঘোষণা করতে পারে রাজ্য সরকার, এমন কানাঘুষোও শোনা যাচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যবাসীর মন পেতে নয়া কোনও চমকও থাকতে পারে বলে মনে করছেন অনেকে। তবে বাজেটে কী মাস্টারস্ট্রোক দেয় মমতার সরকার, তা স্পষ্ট হবে এদিন বিকেলে।
সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে। যে বাজেটে আয়করে বিরাট ছাড় দেওয়া হয়েছে। যা রীতিমতো বড়সড় চমক ছিল। কেন্দ্রীয় বাজেটের পর এ রাজ্যে বাজেটে তেমন কোনও বড় চমক থাকে কি না, সেদিকে নজর থাকছে।
এদিন মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন পাওয়ার পরে তা বিধানসভায় পেশ করা হবে। সবমিলিয়ে বাজেটে কী ঘোষণা করে রাজ্য সরকার, তাকিয়ে রাজ্যবাসী।
অন্য দিকে, সোমবার রাজ্যে বিধানসভার বাজেট অধিবেশনের আগে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে একলা লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা। সূত্রের খবর, পাশাপাশি, ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে মমতার গলায়। সম্প্রতি দিল্লি নির্বাচনে আপের ভরাডুবি হয়েছে। আপের সঙ্গে জোটে যায়নি কংগ্রেস। ভোট কাটাকুটিতেই দিল্লিতে বিজেপি বাজিমাৎ করেছে বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ। সূত্রের খবর, এই প্রেক্ষিতে মমতা বলেছেন, 'দিল্লিতে আপকে সাহায্য করেনি কংগ্রেস। হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি আপ। তাই দুই রাজ্যে বিজেপি জিতে গিয়েছে। সকলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। কিন্তু বাংলায় কংগ্রেসের কিছুই নেই। আমরা একাই লড়ব। আমরা একাই যথেষ্ট।'