• জেলাস্তরের বার্ষিক ক্রীড়ায় হাই জাম্পে প্রথম স্থানাধিকারী ময়নাগুড়ির ছাত্রী রিঙ্কিকে সংবর্ধনা
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্পে জেলাস্তরে প্রথম হল ময়নাগুড়ির রিঙ্কি রায়। রিঙ্কি ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর গৌড়গ্রামের গোপালগঞ্জ বিএফপি স্কুলের ছাত্রী। এই স্কুলের প্রধান শিক্ষক জ্যোতির্ময় দেবনাথ (মনোজ)। স্কুলটি ময়নাগুড়ি সাউথ সার্কেলে। সংশ্লিষ্ট সার্কেলের ইন্সপেক্টর (এসআই) বিবেকানন্দ বর্মন। চতুর্থ শ্রেণির ছাত্রী রিঙ্কি এবার রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেল। মঙ্গলবার এ খবর শুনে স্কুলে এসে ছাত্রীকে সংবর্ধনা দেন ময়নাগুড়ির সমাজকর্মী রামমোহন রায়। তিনি খুদে পড়ুয়াদের বিনোদনের জন্য দোলনা, ঢেঁকি দেবেন বলে জানান। 


    গোপালগঞ্জ বিএফপি স্কুল ১৯১৩ সালে স্থাপিত হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোয় এই স্কুল ময়নাগুড়ি ব্লকে যথেষ্ট সুনাম অর্জন করেছে। স্কুলের শিক্ষকরা স্কুল ক্যাম্পাসে বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করে সবুজায়ন করেছে। ছাত্রছাত্রীদের মধ্যে গাছ রোপণের বার্তা পৌঁছে দিতেই ক্যাম্পাসে প্রচুর গাছ লাগানো হয়েছে। 


    এই স্কুলে প্রাক্‌ প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। স্কুলে পড়ুয়া ৯৭ জন। শিক্ষক ছ’জন, এঁদের মধ্যে পার্শ্বশিক্ষক দু’জন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সাউথ সার্কেলের খেলায় তাদের স্কুলের আট পড়ুয়া অংশগ্রহণ করেছিল। জলপাইগুড়ি জেলাস্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছিল দু’জন। এদের মধ্যে চতুর্থ শ্রেণির ছাত্রী রিঙ্কি প্রথম হয়েছে। 


    গোপালগঞ্জ বিএফপি স্কুলে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলোর চর্চা চলে। শিক্ষকরা ছাত্রছাত্রীদের রুটিন মাফিক বিভিন্ন খেলার অনুশীলন করান। কিছুদিনের মধ্যেই স্কুলে অডিও-ভিডিও ক্লাসরুম চালু হচ্ছে। তবে সবকিছুর মাঝেও কিছু সমস্যা রয়েছে। যেমন পরিস্রুত পানীয় জলের সমস্যা। সীমানা প্রচীর অত্যন্ত জরুরি। কারণ স্কুলের একপাশ দিয়েই গিয়েছে গ্রামের যাওয়ার রাস্তা। টোটো, বাইক প্রতিনিয়ত চলাচল করে। যদিও স্কুলের শিক্ষকরা নিজেদের উদ্যোগে সিমেন্টের খুঁটি এবং নেট দিয়ে ক্যাম্পাসের একাংশ ঘিরে রেখেছেন। 


    প্রধান শিক্ষক বলেন, আমাদের ডাইনিং সেটের দরকার। স্কুলের ছাত্রছাত্রীরা যেমন পড়াশোনায় ভালো, তেমনই খেলাধুলোর ক্ষেত্রেও ওদের আগ্রহ রয়েছে। সেকারণেই সাফল্য এসেছে। রিঙ্কি প্রথম হওয়ায় অনেকেই ওকে দেখে উৎসাহিত। সকলের কাছে এটা অনুপ্রেরণা। এসআই বিবেকানন্দ বর্মন বলেন, আমাদের সার্কেলের পড়ুয়া জেলাস্তরে হাই জাম্পে প্রথম হয়েছে, এটা খুব ভালো খবর। ওই স্কুলে নিয়মিত খেলাধুলোর চর্চা হয়। শিক্ষকরা যথেষ্ট পরিশ্রমী।
  • Link to this news (বর্তমান)