বাড়ছে তাপমাত্রা, এই সপ্তাহেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে পারে শীত
বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই সপ্তাহেই পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কাল, বৃহস্পতিবার পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে পারদ। তারপর কয়েকদিনের জন্য ফের ফিরতে পারে ঠান্ডার আমেজ। কিন্তু এই সপ্তাহেই যে বিদায় নিতে চলেছে শীত, তা প্রায় স্পষ্টই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পাশপাশি, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং-এ হতে পারে তুষারপাত।
আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। আজ, বুধবার সকালে কুয়াশার আধিক্য ছিল। তবে বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি।