কমলাক্ষ ভট্টাচার্য: মহাকুম্ভ থেকে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা। ওই দুর্ঘটনায় রাজ্যের ২ পুণ্যার্থীর মৃত্য়ু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আশঙ্কাজনক আরও ২ জন। তাদের গাড়িকে পিষে দেয় একটি বেপরোয়া একটি লরি। ঘটনাটি ঘটেছে বিহারে। মৃত ও আহতরা দেগঙ্গার বাসিন্দা বলে জানা যাচ্ছে।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গার আমুলিয়া থেকে শনিবার প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়েছিলেন ১২ জনের একটি দল। বুধবার ভোররাতে বিহারের সাসারামের কাছে তাদের গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে একটি লরি। ওই দুর্ঘটনায় ২ মহিলার মৃত্যু হয়েছে। একজনের নাম লক্ষ্মী চক্রবর্তী এবং অন্যজনের নাম জিতু দাস। মৃত লক্ষ্মী চক্রবর্তী স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধির স্ত্রী।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের সাসারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। আশঙ্কাজনক আরও ২ জন। ওই ২ জনকে পাটনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, গতকালই কুম্ভ মেলায় গিয়ে পুরুলিয়ার ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সাতসকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজে। মারা গিয়েছেন তিন হতভাগ্য। মৃতদের নাম-- জাগরি মাহাতো (৪৫), আল্পনা মাহাতো (৪৪) এবং কুন্তি মাহাতো (৬৫)। এঁদের বাড়ি পুরুলিয়ার টামনা থানা এলাকার গোপলাডি গ্রামে। গত রবিবার টামনা থানার চাকলতোড় হাসপাতাল মোড় থেকে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে একটি বাসে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই তিন মহিলা। ওই বাসে ছিলেন প্রায় ৬০ জন তীর্থযাত্রী। মঙ্গলবার ভোরে বাসটি প্রয়াগরাজে পৌঁছয়। সেখানে নির্দিষ্ট জায়গায় বাসটি পার্কিং করে। এর পরে সবাই বাস থেকে নেমে হাতমুখ ধুচ্ছিলেন। ওই তিন মহিলা তখন ওখানে রাস্তা পারাপার করতে যাচ্ছিলেন। তখনই তাঁরা এই পথদুর্ঘটনার শিকার হন। মর্মান্তিক মৃত্যু হয় তাঁদের। ঘটনার খবর আজই তাঁদের গ্রামে পৌঁছয়। খবর শুনে শোকের ছায়া নেমে আসে এলাকায়। কান্নার রোল ওঠে পরিবারে।