• লক্ষ্মীর ভান্ডার-ডিএ নিয়ে বড় ঘোষণা! রাজ্য বাজেটে আজ নজর থাকবে এইসব বিষয়ে
    ২৪ ঘন্টা | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: কেন্দ্রীয় বাজেটে বাংলার ভাগ্যে খুব বেশি কিছু জোটেনি। এমনটাই দাবি রাজ্যের।  তবে গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় বলেছেন অতীতের তুলনায় বাংলার জন্য অনেক বেশি বরাদ্দ করা হয়েছে। এরকম বিতর্কের মধ্যেই আজ রাজ্য বিধানসভা পেশ করা হচ্ছে রাজ্য বাজেট।

    সূত্রের খবর আজ বেলা চারটে নাগাদ এই বাজেট পেশ করা হবে । তার আগে সাড়ে তিনটের সময় সাধারণ ক্যাবিনেট এবং পৌনে চারটে নাগাদ বিশেষ ক্যাবিনেট বৈঠক হবে। বিশেষ ক্যাবিনেটে এই বাজেট পেশ করা হবে। বিধানসভায় বাজেট পাঠ করবেন অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    এবারের বাজেট বিধানসভা ভোটের আগে সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট । ফলে যে উন্নয়নের স্লোগান তুলে শাসক দল ভোটের লড়ে সেই উন্নয়নের কোন কোন দিকে এই বাজেটে সরকার নজর দেয় সেই দিকে লক্ষ্য থাকছে। অন্যদিকে বাংলার বাড়ির জন্য পুরো টাকা রাজ্য সরকারই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে সেই বিপুল পরিমাণ অর্থের  ব্যাবস্থা করতে  সরকার কী ব্যবস্থা নেয় সেদিকে নজর থাকছে।

    অন্যদিকে রাস্তা, পানীয় জল, মাদ্রাসা উন্নয়ন সহ একাধিক ক্ষেত্রে সরকার কি ভাবছে তাও স্পষ্ট হবে এই বাজেটে । তবে এই বাজেটে সাধারণ মানুষের বিশেষ কৌতুহল থাকছে লক্ষী ভান্ডার এবং সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে কোন ঘোষণা হয় কিনা সেদিকেও।

  • Link to this news (২৪ ঘন্টা)