নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমের কাঁকড়তলায় বেআইনি খাদানের বখরা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষের জের! ক্লোজ করা হল কাঁকড়তলা থানার ওসি পূর্ণেন্দুবিকাশ দাসকে। মঙ্গলবার রাতেই এই সংক্রান্ত নোটিস তাঁকে দেওয়া হয়েছে। পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে দুবরাজপুরের সিআই শুভাশিস হালদারকে। পাশাপাশি, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিয়েছেন জেলা পুলিশ সুপার আমনদীপ।
মঙ্গলবার কাঁকড়তলায় জামালপুরে অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলার টাকা নিয়ে দুপক্ষের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় শেখ সাকতার আলি নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁর ডান পা কেটে বাদ দিতে হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন আহত শেখ সাকতারও। তবে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই অজয়ের বুক থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। ঊজ্জ্বল কাদেরি ও স্বপন সেন মিলে এই কাজ শুরু করেন বলে দাবি। পরে তাঁদের মধ্যে ভাগের টাকা নিয়ে ঝামেলা বাঁধে। তার ফলস্বরূপ মঙ্গলবার বোমাবাজির ঘটনা বলে অনুমান। ঘটনায় মঙ্গলবার খয়রাশোল থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তবে বিষয়টি অস্বীকার করেছেন স্বপন।