• ফের রেশন দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে ইডি, ৩ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি
    প্রতিদিন | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • অর্ণব আইচ: জ্যোতিপ্রিয় মল্লিক জামিনে মুক্তি পেতেই ফের রেশন দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে ইডি। বুধবার সকালে হাওড়া-সহ তিন জায়গায় হানা দিয়েছেন আধিকারিকরা। একাধিক তথ্য ও নথি মিলতে পারে বলে আশাবাদী তাঁরা।

    কয়েকবছর ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রয় মল্লিক-সহ একাধিককে এই মামলায় গ্রেপ্তারও করা হয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছেন তাঁরা। কিন্তু এখনও দুর্নীতির শিকড়ে পৌঁছতে পারেননি তদন্তকারীর। দুর্নীতির রহস্যভেদেই বুধবার সকালে ইডি আধিকারিকদের তিনটি দল তল্লাশি অভিযানে বেরিয়েছে। জানা যাচ্ছে, হাওড়ার শ্যামপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। এছাড়া দক্ষিণ সন্তোষপুর, জগৎবল্লভপুরের দুটি ঠিকানায় হানা দিয়েছে ইডি।

    উল্লেখ্য, ২০২০ সালে নদিয়া থেকে ৭৬২ কিলো কালোবাজারির আটা উদ্ধারকে কেন্দ্র করেই রেশনে দুর্নীতির তথ্য পুলিশের হাতে আসে। প্রথমে নদিয়ার তিনটি থানায় অভিযোগ দায়ের হয়। পরবর্তীতে অভিযোগ ওঠে, রেশনের ২০ থেকে ৪০ শতাংশ গম সরিয়ে ফেলে তা সরকারি ছাপ দিয়েই কালোবাজারিতে বিপুল টাকায় বিক্রি করা হত। এর তদন্তভার পায় ইডি। তারপরই জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, শংকর আঢ্য-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। 
  • Link to this news (প্রতিদিন)