বাজেটের আগে বিধানসভায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের বাজেট নিয়ে ব্যাপক প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে। কী কী ঘোষণা থাকে বাজেটে? তা জানতে আগ্রহী তাঁরা।
রাজ্য সরকারের অন্যতম সফল প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। বাজেটে কি এই প্রকল্পে বরাদ্দ বাড়বে? চড়ছে প্রত্যাশার পারদ।
গত অর্থবর্ষের বাজেটেও রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু চলতি বছরে বাজেটের আগে DA বৃদ্ধির কথা ঘোষণা করেনি সরকার। সেক্ষেত্রে বাজেটে কি কোনও ঘোষণা থাকতে পারে? নজর সেই দিকে।
বুধবার বিধানসভায় ২০২৫–২৬ অর্থবছরের জন্য রাজ্য বাজেট পেশ করবেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বছর বিধানসভা ভোটের আগে এটা রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে বরাবর গুরুত্ব দিয়েছে রাজ্য। সে খাতে কি বরাদ্দ বাড়বে? সমস্ত নজর সে দিকে।