• স্ত্রীকে আত্মীয়ের বাড়ি থেকে ডেকে খুন, দেহ মাটিতে পোঁতার সময়ে দেখতে পেয়ে গেলেন স্থানীয়রা, তার পর...
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • আত্মীয়ের বাড়ি থেকে স্ত্রীকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুনের পরে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানার রামচন্দ্রপুরে। পুলিশ জানায়, মৃতের নাম নার্গিস পারভিন (২৩)। তাঁর বাড়ি বাগনান থানার খাজুরনান গ্রামে।

    ঘটনায় ইতিমধ্যেই মৃত বধূর স্বামী আজাদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নার্গিসের অন্যত্র বিয়ে হয়েছিল আট বছর আগে। তাঁর এক সন্তানও রয়েছে। সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয় তাঁর। এরপর গ্রামেরই বাসিন্দা আজাদকে বিয়ে করেন তিনি। মাস চারেক আগে রেজিস্ট্রি করে বিয়ে হয় তাঁদের।

    যদিও আজাদের পরিবার নার্গিসের সঙ্গে এই সম্পর্ক মেনে নেয়নি। তা নিয়ে নার্গিস-আজাদের অশান্তি চরমে উঠেছিল। জানা গিয়েছে, মঙ্গলবার নার্গিস হুগলির আরামবাগে তাঁর মামার বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। দুপুরে ঘুরতে যাওয়ার নাম করে আজাদ ফোনে করে নার্গিসকে ডেকে নেন রামচন্দ্রপুর খালের কাছে। সেখানে তাঁকে ডেকে শ্বাসরোধ করে খুন করে আজাদ, অভিযোগ এমনটাই। পরে দেহ লোপাটের জন্য খালের পাড়ে পুঁততে গেলে তা নজরে পড়ে স্থানীয়দের। তারা হাতেনাতে আজাদকে ধরে ফেলে। খবর দেওয়া হয় বাগনান থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং আজাদকে গ্রেপ্তার করে।

    নার্গিসের মা মাজেদা বেগম বলেন, ‘আমি মেয়েকে ওঁর সঙ্গে মিশতে নিষেধ করেছিলাম। কিন্তু ও শুনল না।’ আজাদের কঠোর শাস্তির দাবি করেন তিনি।

  • Link to this news (এই সময়)